নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার ও সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল করিব রিজভী।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলন তিনি এ নিন্দা জানান। তিনি আরও বলেন, গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জানান দিয়েছে সরকার।
এদিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, মামলা ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে রাত সাড়ে ৮টার দিকে বের হয়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। পথিমধ্যে তাকে আটক করে পুলিশ।
গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কর্মকর্তা এম আমিনুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের রায় ঘোষণা করার দিন ধার্য রয়েছে। রায়কে কেন্দ্র করে এই আটকের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। একাত্তর টিভি, যমুনা টিভি,