শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:১৭ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ সেশনে বুধবার বক্তৃতা করবেন স্পিকার

আসাদুজ্জামান সম্রাট : কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সেশনে প্যানেল আলোচক হিসেবে বক্তৃতা করবেন। ‘কমিশন অন সোস্যাল ডেভেলপমেন্ট’-এর ৫৬তম সেশনে স্পিকারের বিষয়বস্তু ‘গ্লোবাল রিভিউ অব দ্য আউটকাম অব দ্য থার্ড রিভিউ এ্যান্ড এ্যাপ্রাইজল অব দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্লান অব এ্যাকশন অন এজিং (এমআইপিএএ)-২০০২’।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউইয়র্কে অবস্থানরত স্পিকার প্যানেল বক্তৃতায় এমআইপিএএ-এর পর্যালোচনা ও মূল্যায়নের ফলাফলের ওপর বৈশ্বিক পর্যালোচনা সংক্রান্ত জাতিসংঘের ইকোনমিক এ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এ্যান্ড দ্য প্যাসিফিক (এসকাপ)-এর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও ফলাফল উপস্থাপন করবেন। ওই কর্মসূচীতে অংশগ্রহণের জন্য স্পিকার ইতোমধ্যে নিউইয়ার্কে পৌছেছেন।

সূত্র জানায়, ২০১৭ সালের ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ব্যাংককে এমআইপিএএ-এর পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এ সম্মেলনে সভাপতিত্ব করে। সম্মেলনে চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে কিভাবে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সম্ভব সে সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক কমিশনের সহায়তা উচ্চপর্যায়ের একটি প্যানেল আলোচনার আয়োজন করে। মাদ্রিদ কর্মপরিকল্পনার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য প্যানেলে আলোচনা করা হবে। কমিশনের কর্মপরিকল্পনার ওপর প্রতি পাঁচ বছর পর পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়