মনিরা আক্তার মিরা: ভারতের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান গত সোমবার মুম্বাইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ করেছেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায় বিষয়টা তদন্ত করা হচ্ছে এবং ওই ব্যবসায়ী এখন পলাতক রয়েছে।
পুলিশ জানায়, তারা একে অপরকে অল্পকিছুদিন ধরে চেনেন। সম্প্রতি তাদের সম্পর্কে কিছু সমস্যা দেখা দিলে জিনাত আমান ওই ব্যবসায়ীকে এড়িয়ে চলতে শুরু করেন। এরপর, ওই ব্যক্তি অভিনেত্রী জিনাতকে বারবার ফোন করেন এবং তার সাথে দেখা করে উত্যক্ত করার চেষ্টা করেন। অনেক বোঝানোর পরও ব্যবসায়ী উত্যক্ত করা বন্ধ না করায় অভিনেত্রী জিনাত জুহু থানায় অভিযোগ দায়ের করেন।
জিনাত আমান তার সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন এবং তিনি চলচ্চিত্রে অনেক খ্যাতি অর্জন করেছেন। হরে কৃষ্ণ হরে রাম, সত্যম শিবম সুন্দরম ও কুরবানি নামে আরো অনেক ছবি করেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস