শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:৪০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি প্রক্টরের কুশপুতুলে আগুন

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীর কুশপুতুল পুড়িয়েছেন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’রা। শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে তারা এই কুশপুতুল পুড়িয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ডাকসু, কলাভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ, বাণিজ্য অনুষদ পেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। দুই শতাধিক শিক্ষার্থীর ওই মিছিল শেষেই পোড়ানো হয় প্রক্টরের কুশপুতুল। এ সময় ‘ব্যর্থ প্রক্টরকে মানি না মানব না’, ‘প্রক্টরের পদত্যাগ চাই’, ‘যে প্রক্টর মামলা করে সেই প্রক্টর চাই না’ উল্লেখ করে স্লোগান দেন।

এদিকে সোমবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’দের আন্দোলনের সমন্বয়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাসুদ আল মাহাদী অপু। ঘোষণা অনুযায়ী আজ এই কর্মসূচি পালন করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রাজধানীর সাতটি সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। এর বিচার চেয়ে ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখের আন্দোলনকারীরা।

এর পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি অজ্ঞাত ৫০ থেকে ৬০ জন সাধারণ শিক্ষার্থীকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মামলা প্রত্যাহার চেয়ে কয়েক দিন ধরেই আন্দোলন করে আসছেন ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’রা। সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়