শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলি রেল ষ্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সংবাদ সম্মেলন

আলম হোসেন অলি, হিলি,হাকিমপুর, দিনাজপুর: দেশের ২য় বৃহত্তম হিলি স্থলবন্দরের একমাত্র হিলি ষ্টেশন থেকে সকল আন্ত:নগর ট্রেনের বিরতি, অবকাঠামো উন্নয়নসহ ষ্টেশনটি আধুনিকায়ন করার দাবিতে সংবাদ সন্মেলন করেন হিলি-হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। দাবি না মানা হলে ১০ ফেব্রুয়ারী মানববন্ধনের ডাক দিয়েছেন তিনি।

পৌর মেয়র বলেন, ইতি মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সকল আন্ত:নগর ট্রেনের বিরতি, অবকাঠামো উন্নয়নসহ ষ্টেশনটি আধুনিকায়ন। জাকজমক পুর্ণ হিলি ষ্টেশনটি এখন জন শুন্য হয়ে পড়েছে। টিকিট বিক্রিও বন্ধ করে দেয়া হয়েছে। লোকবল সংকটের অজুহাত দেখিয়ে হিলি ষ্টেশনটিতে অন্তনগর বরেন্দ্র উর্ধগামী, তিতুমির ও খুলনা গামী রকেট ২৪ নিম্নগামী মোট ৩ টি ট্রেনের বিরতি ঠিক রেখে আর অন্য সকল ট্রেনের বিরতি বন্ধ করে দিয়েছে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এতে করে ব্যবসায়ী, পাসপোট যাত্রী সহ শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।

এই ষ্টেশনটি থেকে কর্মরত ষ্টেশন মাষ্টার ও সহকারি ষ্টেশন মাষ্টারকে বদলি করে নেয়া হয়েছে পার্শবর্তি বিরামপুর ষ্টেশনে। হিলি ষ্টেশনটির নিয়ন্ত্রন করছে পার্শবর্তি পাঁচবিবি ও বিরামপুর ষ্টেশন মাষ্টারগন। আর ষ্টেশনটিতে কখন ট্রেনের বিরতি হবে আর ছেড়ে যাবে তা নির্ভর করছে ওই ট্রেনের গার্ড ও চালকের উপর।

তিনি এলাকাবাসীর দাবির কথা তুলে ধরে বলেন, ঢাকা, রাজশাহী ও খুলনাগামী সকল ট্রেন বিরতি, অবকাঠামো উন্নয়নসহ ষ্টেশনটি আধুনিকায়ন করতে হবে।

মেয়র বলেন, হিলি রেল ষ্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা না হলে আগামী ১০ ফেব্রুয়ারী রেল ষ্টেশনে মানববন্ধনসহ এই রেল ষ্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে। এসময় উপজেলা হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহা: শামসুল হুদা খান, আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চেীধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়