শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৬ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে দারুণ উত্তেজনা বিরাজ করে সবসময়ই। চায়ের টেবিলের আড্ডা জমে ওঠে দুই দলের দ্বৈরথকে ঘিরেই। এই দুই দেশের যুবা ক্রিকেটাররা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মঙ্গলবার।

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালের এই ম্যাচটি তেমন উত্তেজনা ছড়ায়নি। আর পাকিস্তানকেও ভারত মাত্র ৬৯ রানে অল আউট করে দিয়েছে ২০৩ রান পরাজয়ের লজ্জা। ফলে এই আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন ভারতীয়রা।

টস জিতে ব্যাটিং নেয়া ভারতের শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে দুই ব্যাটসম্যান মিলে তুলে ফেলেছিলেন ৮৯ রান। ৯৪ রানের মধ্যে দুই ওপেনারই বিদায় নিলে জুটি বাধেন শুবমান গিল ও হার্ভিক দেশাই। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৫৪ রান। তবে এরপরই দ্রুত ৩ উইকেট হারায় ভারত। ১৬৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি।

একপ্রান্তে অপরাজিত ব্যাটসম্যান গিল ৬৭ রানের জুটি বাধেন অনুকূল রায়কে নিয়ে। আবার দ্রুত কয়েকটি হারিয়ে ফেলে ভারত। তবে ম্যাচের সবচেয়ে মজার ঘটনা ছিল গিলের সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে তার দরকার ছিল ২ রান।

তৃতীয় বলে গিলের উঠিয়ে দেয়া ক্যাচ ধরার চেষ্টা করেননি কোন পাকিস্তানি ফিল্ডারই। শেষ বলে তার প্রয়োজন ছিল ১ রান। আবার তার ক্যাচ ছেড়ে দেন পাকিস্তানি ফিল্ডাররা। আর বলটিও ছিল নো-বল। তাতে দুই রান নিয়ে গিল পূর্ণ করেন সেঞ্চুরি। তিনি ৯৪ বলে ৭ চারে ১০২ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভার শেষ ৯ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ২৭২ রান। পাকিস্তানের দুই পেসার আরশাদ ইকবাল ও মোহাম্মদ মুসা যথাক্রমে ৩ ও ৪ উইকেট নেন।

২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারানো শুরু করে পাকিস্তান। দলের মাত্র ৩জন ব্যাটসম্যান তিন অঙ্কের রান স্পর্শ করেছেন। দলীয় সর্বোচ্চ ১৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান রোহেল নাজির। পাকিস্তানের ইনিংসে মূল ধংসযজ্ঞ চালিয়েছেন বাঁহাতি পেসার ইশান্ত পোরেল।

প্রথম চার ব্যাটসম্যানকেই আউট করেন তিনি। শেষপর্যন্ত ২৯.৩ ওভারে মাত্র ৬৯ রান অল আউট হয় পাকিস্তান। পোরেল ১৭ রান খরচায় ৪ উইকেট পান। দুই স্পিনার শিভা সিং ও রিয়ান পরাগ নিয়েছেন দুটি করে উইকেট।

ম্যাচসেরার পুরস্কার পান গিল। ৩ ফেব্রুয়ারি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৭২/৯ (৫০ ওভার) (পৃথ্বি ৪১, মানজোত ৪৭, গিল ১০২*, দেসাই ২০, পরাগ ২, অভিষেক ৫, অনুকূল ৩৩, নাগরকোটি ১, শিভাম ১, পোরেল ১*; ইকবাল ৩/৫১, মুসা ৪/৬৭, আফ্রিদি ১/৬২, সাহান ০/৪৬, তাহা ০/৩৫, আসিফ ০/১১)।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ৬৯ (২৯.৩ ওভার) (ইমরান ২, যায়েদ ৭, রোহেল ১৮, আসিফ ১, আম্মাদ ৪, তাহা ৪, সাদ ১৫, হাসান ১, আফ্রিদি ০, মুসা ১১*, ইকবাল ১*; শিভাম ০/৬, পোরেল ৪/১৭, নাগরকোটি ০/৭, শিভা ২/২০, পরাগ ২/৬, অনুকূল ১/১১, অভিষেক ১/০)।

ফলাফল : ভারত অনূর্ধ্ব-১৯ দল ২০৩ রানে জয়ী।

ম্যাচসেরা : শুবমান গিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়