ডেস্ক রিপোর্ট : ইরানে আইএস জঙ্গিগোষ্ঠীর সাথে সংঘর্ষে বিপ্লবী গার্ডের তিন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের পশ্চিমাঞ্চলে নাযাফ শহরে এ ঘটনা ঘটে। আনাদলুর সংবাদ।
বিপ্লবী গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল এবং কমান্ডার মোহাম্মদ পাকপৌরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম জানায়, রবিবার সকালে ২১ আইএস জঙ্গি সদস্যের সাথে কয়েক ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। তবে শহরের ঠিক কোন জায়গায় এ সংঘর্ষ সংগঠিত হয় এবং তিন সেনা সদস্য নিহত হয় সেটি নিশ্চিত করে বলেননি তিনি।খবর পরিবর্তন ডটকম’র।
কমান্ডার পাকপৌরে আরও বলেন, বেশ কিছুদিন ধরে ধরে এসব জঙ্গিদের তারা অনুসরণ করে আসছিলেন।
তিনি জানান, এ অভিযানে ১৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। দুইজন পালিয়ে গেছে এবং বাকিরা সংঘর্ষে নিহত হয়েছে।