কেএম হোসাইন : ইতালিয়ান সিরিআ লিগে বোলোগনাকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরলো নাপোলি। এতে পয়েন্ট টেবিলের এক নাম্বার দল জুভেন্টাসকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে তারা। দ্রিয়েস মার্টিনেসের জোড়া গোলে সহজ জয় পায় নাপোলি।
ঘরের মাঠ স্তাদিও সান পাওলোতে খেলতে নামে নাপোলি। তবে প্রথম মিনিটেই প্রতিপক্ষের আর্জেন্টাইন স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিওর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
কিন্তু পঞ্চম মিনিটে ইব্রাহিমা এম’বায়ের আত্মঘাতি গোলে সমতায় ফেরে নাপোলি। আর মার্টেনেস ৩৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন বেলজিয়ামের এই স্ট্রাইকার।
লিগে ২২ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে নাপোলির পয়েন্ট ৫৭। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস।