শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন : আইনমন্ত্রী

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন। বিজ্ঞ বিচারকগণ যেভাবে মনে করবেন সেভাবেই রায় দেবেন। আদালতের বিচারাধীন বিষযে আমি কোন মন্তব্য করবো না।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়ার রায় সম্পর্কে আওয়ামীলীগের হস্তক্ষেপের ব্যাপারে বিএনপির নেতাদের দেয়া বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ নয় বিএনপিই বিচার বিভাগকে কলুষিত করেছিল।

মন্ত্রী আরও বলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি। আগামী মার্চ মাসেই বাংলাদেশের স্যাটেলাইট উড়বে। শান্তিপূর্ণ পারমানবিক শক্তি হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।

তিনি বলেন, দেশ এখন উন্নয়নের রেললাইনে উঠে গেছে। এসময় তিনি তার নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার উন্নয়নের বর্ণনা দেন। তিনি জানান গত ৪ বছরে ৭১৭ জনকে সরকারী চাকরী দিয়েছেন। প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন করেছেন।

কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাহাদুর বেপারি, বর্তমান সাধারন সম্পাদক জাকির হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন।

অনুষ্ঠানে শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়