শিরোনাম
◈ বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে কী ঘটেছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  ◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ◈ নিরাপত্তার স্বার্থে আজ ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ: জানালো ডিএমটিসিএল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৩:১০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার মামলার রায়কে ঘিরে পাল্টা-পাল্টি তর্কে আ. লীগ-বিএনপি

সারোয়ার জাহান: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত। বিএনপি বলছে, নির্বাচনের আগে সরকার বেগম জিয়ার বিরুদ্ধে ইচ্ছে করেই এই মামলা বেগবান করেছে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি এই মামলার রায়টিকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দুই দলের পরস্পর বিরোধী এই বক্তব্যে নিয়ের উত্তপ্ত হয়েছে দেশের রাজনীতি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ইচ্ছে করেই নির্বাচনী বছরে এসে বেগম জিয়ার মামলা বেগবান করেছে। সরকারের মন্ত্রীরা যে সকল মন্তব্য করছেন তাতে বোঝা যাচ্ছে সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়াকে বাইরে রেখেই ৫ জানুয়ারির মত আরেকট নাটক বা প্রহসন করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক হানিফ বলেন, বিএনপি বেগম জিয়ার রায়কে নিয়ে দেশে অস্থীতিশীল পরিস্থি সৃষ্টি করতে চাইছে। আদালতের বিচারাদিন বিষয় নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আদালতের বিষয় নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় তা হলে তা শুভ হবে না। বিচারাদিন মামলার রায় পক্ষে-বিপক্ষে যাই হোক তা আদালতের বিবেচ্য বিষয়।

সিনিয়র সাংবাদিক ও বিএনপির রাজনৈতিক পর্যবেক্ষক আমানুল্লাহ কবির বলেন, বেগম জিয়ার মামলা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই রায়ে বেগম জিয়ার যদি সাজা হয় তা হলে কি হবে। এ রায়কে কেন্দ্র করে রাজনীতির উত্তাপ রাজপথে চলে আসতে পারে।

তিনি আরও বলেন, বিএনপির এখন নির্বাচন এবং মামলার রায় এই দুটি বিষয় নিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা করছে। আলটিমেটলি তারা নির্বাচনে অংশ গ্রহণ করতে চায়।

বিবিসি বাংলা থেকে মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়