শিরোনাম
◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ ChatGPT said: রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ  ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১ ◈ ভোট কে‌ন্দ্রের নিরাপত্তায় ৪০০ কো‌টি টাকায় পু‌লি‌শের জন্য বডি ক্যামেরা কেনা নিয়ে লুকোচুরি, ভো‌টের আ‌গে পৌঁছা‌নো নি‌য়ে শঙ্কা   ◈ শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা, ‘ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না’ ◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ প্রধান উপদেষ্টা কাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফিকে টি-টোয়েন্টি খেলতে বলা হবে: পাপন

স্পোর্টস ডেস্ক : টেস্টের সাদা পোশাকে নয়! মাশরাফিকে টি-টোয়েন্টি খেলার জন্য বলা হবে। এমনটিই বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ইনজুরির কারণে একটা সময়ে ক্রিকেট থেকেই মুখ ফিরিয়ে নিতে হয় মাশরাফি বিন মুর্তজাকে। ইনজুরি কাটিয়ে যখন ক্রিকেটে ফেরেন তখন আর টেস্ট খেলার মতো ফিটনেস ছিল না এ টাইগার অধিনায়কের।

সাম্প্রতিক বছরগুলোতে সীমিত ওভারের ক্রিকেটে অসাধারণ খেলায় অনেকেই বলাবলি করছেন টেস্টের সাদা পোশাকেও খেলার সক্ষমতা রাখেন ৩৪ বছর বয়সী এই পেস বোলার।

শনিবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজে ফাইল শেষে টেস্টে ফেরা নিয়ে মাশরাফি বিন মুর্তজা নিজেও বলেন, দল চাইলে তিনি ফিরতে পারেন।

টেস্টে মাশরাফির ফেরার সম্ভাবনা নিয়ে বিসিবি সভাপতি বলেন, মাশরাফি যদি খেলতে চায় তাহেল সেটা অন্য জিনিস। আমার জন্য মনে হয় ওর জন্য টেস্ট খেলা কঠিন। কারণ ওকে আমাদের এখনও ওয়ানডে ক্রিকেটে দরকার আছে। বরং ও যদি টি-টোয়েন্টি খেলতে চায় তাহলে এখনি নেয়া হবে।

মাশরাফি প্রসঙ্গে বিসিবি সভাপতি আরও বলেন, সে এখনও সীমিত ওভারে ভালো বোলিং করে। ওর বোলিং খেলা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য কঠিন। সঙ্গে ও ব্যাটিংও পারে। পেস বোলিংয়ের সঙ্গে ব্যাটিং পারে এমন বোলার আমাদের অভাব। ও চাইলে টি-টোয়েন্টি খেলতে পারে। তবে টেস্ট নিয়ে যদিও বলে থাকে তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

তাহলে কি শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাশরাফি খেলছে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, আমি আমার ওপেনিয়নটা আপনাকে বলেছি। আমি বলব, মাশরাফি এখন টি-টোয়েন্টি খেলার জন্য ফিট। ও নিজেই তো টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে। ওকে অবসরে যেতে কেউ বলেনি। একটা ইস্যু আছে। যেই জিনিসিটা ছিল, আমি এত বিস্তারিত বলতে চাই না। সো আমরা যেটা মনে করি খুব সম্ভব ওকে টি-টোয়েন্টি খেলতে বলা হবে।

গত বছরের এপ্রিলে শ্রীলংকা সফরে টি-টোয়েন্টি থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। মাশরাফির এমন ঘোষণায় অন্য সবার মতো হতাশ হয়েছে বিসিবি সভাপতি। সূত্র : যুগান্তর অনলাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়