শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের জন্য বিশেষায়িত হাসপাতালের কাজ শুরু করেছে মালয়েশিয়া

তরিকুল ইসলাম : দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কক্সবাজারে বিশেষায়িত একটি হাসপাতেলর কাজ শুরু করেছে মালয়শিয়া সরকার। দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি গত বছরের শেষ নাগাদ ঢাকা সফরকালে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে একটি ফিল্ড হাসপাতাল তৈরির ঘোষণা দেন। তিন মাসেরও কম সময়ে ভবন নির্মাণের কাজ শুরু করে প্রতিশ্রুতি রক্ষা করল মালয়শিয়ার উপ-প্রধানমন্ত্রী।

শনিবার বিকেলে কক্সবাজারে কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মুহাম্মদ তাইব, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত মিশেলে ইয়োহ, ইউএনডিপির গুডউইল এম্বাসেডার তান শ্রি মাইকেল ইও, মালয়শিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রাজা মোহাম্মদ আফান্দি রাজা মোহাম্মদ নূরসহ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কক্সবাজার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, এর আগে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কয়েক হাজার টন মেডিকেল সরঞ্জাম পাঠায় মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় এই সহায়তা নিয়ে সুবাং বিমান বাহিনীর ঘাঁটি ত্যাগ করে রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্সের একটি ফ্লাইট। ফ্লাইটটিকে বিদায় জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিশামুদ্দিন হোসেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশী হাই কমিশনার মো. শহিদুল ইসলাম।

ফিল্ড হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন হলে সেখান থেকে প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে চিকিৎসা সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ ছাড়া গত বছর ৩১ শে নভেম্বর রোহিঙ্গাদের চিকিৎসা দেয়ার জন্য মাঠ পর্যায়ে হাসপাতাল পরিচালনা শুরু করে মালয়েশিয়া। এ খাতে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন ব্যক্তি দায়িত্ব পালন করছেন। সেখানে শয্যা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হয়েছে। ২১ শে জানুয়ারি পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৭৬৮ জন রোগি। এর মধ্যে কাছাকাছি বসবাসকারী বাংলাদেশীরাও রয়েছে।

প্রসঙ্গত, মালয়েশিয়া বরাবরই রোহিঙ্গা ইস্যুতে সরব রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সমপ্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়