শিরোনাম
◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী ◈ মাকে দেখতে রাতে এভারকেয়ারে তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম? ◈ প্রটোকল ছাড়াই ঢাকা সফরে শীর্ষ তালেবান নেতা, ব্যাপক সমালোচনা ◈ বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত: ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ (ভিডিও) ◈ পিঠা বিক্রেতা দম্পতির নামে আয়কর রিটার্নের চিঠি, রহস্য কী? (ভিডিও) ◈ শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক ◈ রিপন মন্ডলের ঝড়েই ধসে গেল নোয়াখালী, রাজশাহীর সহজ জয়

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ এখন ভাঙ্গা কলসি, আর ভাঙ্গা কলসিই বাজে বেশি: রিজভী

রবিন আকরাম: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে আওয়ামীলীগ এখন এখন ভাঙ্গা কলসি। তারা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এখন ভাঙ্গা কলসির মতো বাঁজছে। আওয়ামী লীগ এখন ভাঙ্গা কলসি। আর ভাঙ্গা কলসিই বাজে বেশী। ভয় দেখিয়ে, রক্ত ঝরিয়ে, জনগণের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করে ক্ষমতায় থাকার মজাতে জনগণের কথার আওয়াজ আপনাদের কানে ঢোকে না।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলা আপনাদের জন্য হবে অরণ্যে রোদন। গণতন্ত্র হত্যাকারীদের অধীনে নির্বাচন হলে সেখানে মানুষের ভোটাধিকার যে আবারো ২০১৪ এর ৫ জানুয়ারীর মতোই কবরস্থানে চলে যাবে তা দেশবাসী খুব ভাল করেই জানে।

গত শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। বিরল প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে বিএনপি। তাদের অবস্থা মুসলিম লীগের চেয়েও খারাপ হয়ে যাবে। নির্বাচনে না আসা হবে বিএনপির আরেকটি আত্মহত্যার শামিল।

তার এই কথার মন্তব্যে রিজভী বলেন, বিএনপি নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেই বিলুপ্ত হয়ে যাবে।

বিএনপির এ নেতা আরো বলেন, যারা ইতিহাসের সত্যকে অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের বীজ রোপন করে। ভোটারবিহীন সরকারের লোকেরা ৫ জানুয়ারী কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় আসীন থেকে শেষ সময়ে আবারো অবৈধ পথে ক্ষমতায় যেতে নানা মতলববাজী কথাবার্তা বলছেন।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই-অতি ক্ষমতা, অতি দম্ভ, অতি দুর্নীতি, অতি নিপীড়ণ-নির্যাতন, অতি অস্ত্রের আস্ফালন এবং অতি মিথ্যাচারে আপনারা নিজেরাই অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। সুতরাং আপনারাই প্রাণীকুল থেকে অতি শীঘ্রই অবলুপ্ত হয়ে যাবেন। কাদের সাহেব, দু:শাসন বিদায়ের সময় চলে এসেছে। প্রতিবাদী জনগোষ্ঠী আজ লুটেরাদের বিরুদ্ধে জেগে ওঠেছে। ভোটের অধিকার ফিরিয়ে পেতে সোচ্চার হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়