শিরোনাম
◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের  ১৮.৪ মিলিয়ন ডলার দেবে

রাশিদ রিয়াজ : মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ১৮ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে যুক্তরাষ্ট্র এই সহায়তা প্রদান করবে।

বৃহস্পতিবার ঢাকায় ইউএসএইড’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ এই অনুদান ঘোষণার ফলে গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচিতে মোট ২৪ মিলিয়নেরও বেশি সহায়তা দেয়া হয়েছে।

ইউএসএইড  জানায়, কক্সবাজারে খাদ্যের নিরাপত্তাহীনতা ও অপুষ্টির চরম আকার ধারণ করেছে। সেখানে পাঁচ বছরের কম বয়সী ৬২ হাজার ৮শ জনেরও বেশি ছেলেমেয়ের অপুষ্টিজনিত চিকিৎসা এবং এক লাখ ২০ হাজার গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর পুষ্টি সহায়তার প্রয়োজন রয়েছে।

ইউএসএইড মিশন পরিচালক জ্যানিনা জারুজেলসকি বলেন, এই কর্মসূচির মাধ্যমে সবচেয়ে নিঃস্ব মানুষদের মধ্যে পুষ্টিসেবা দেয়া হবে। এতে অপুষ্টির শিকার পাঁচ বছরের কম বয়সী ৩৬ হাজারের বেশি ছেলেমেয়েকে পুষ্টিসেবা প্রদান ও শিশুমৃত্যু রোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়