শিরোনাম
◈ মুশফিক–লিটনের সেঞ্চুরি ঝড়ে ৪৭৬ রান: রেকর্ড ভরা ব্যাটিং দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ◈ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে গণতন্ত্রের কবর থেকে ফিরে এসেছে দেশ: অ্যাটর্নি জেনারেল ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সুপ্রিম কোর্টের টানাপড়েন কোন পথে কাটবে, স্পষ্ট নয়

আশিস গুপ্ত ,নয়াদিল্লি: আবারো বৈঠক করেছেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কিন্তু  সমাধানের উপায় মেলেনি এখনও।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দীপক মিশ্রই বৈঠক ডেকেছিলেন। যে চার বিচারপতি অভিযোগের আঙুল তুলেছিলেন প্রধান বিচারপতির বিরুদ্ধে, তাঁদের পাশাপাশি আরও তিন বিচারপতি বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু মামলা বণ্টন সংক্রান্ত বিষয়ে যে অভিযোগ সামনে এসেছে, তার সমাধানের কোনও খবর মেলেনি।

বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি কুরিয়েন জোসেফ এবং বিচারপতি মদন লোকুরের সঙ্গে সে বৈঠকে বিশদ আলোচনা হয় প্রধান বিচারপতি দীপক মিশ্রের। বিচারপতি এ কে সিকরি, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি ইউ ইউ ললিতও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

সপ্তাহ দুয়েক ধরেই টানাপোড়েন চলছে ভারতের সর্বোচ্চ আদালতে । চার বিচারপতি (জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, কুরিয়ান জোসেফ, মদন বি লোকুর) সাংবাদিক বৈঠক করে অস্বচ্ছতার অভিযোগ তোলার পর থেকেই এই টানাপড়েন শুরু। মামলার বণ্টনে অস্বচ্ছতা এবং অসঙ্গতি রয়েছে বলে তাঁদের অভিযোগ। বুধবার সেই বিষয়ে আলোচনার জন্যই প্রধান বিচারপতি বৈঠক ডেকেছিলেন।

এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। টানাপড়েন শুরুর পর থেকে চার সিনিয়র বিচারপতির সঙ্গে এটিই দীর্ঘতম বৈঠক প্রধান বিচারপতির। কিন্তু তাতেও কোনও ফল হয়নি বলে জানা যায়। প্রধান বিচারপতি এবং চার সিনিয়র বিচারপতি ঐকমত্যে পৌঁছতে পারেননি বলেই জানা গিয়েছে।চার সিনিয়র বিচারপতি যে সব প্রস্তাব প্রধান বিচারপতির সামনে রেখেছিলেন, তা মেনে নেওয়া হবে কি না, সে বিষয়ে বৈঠকে খুব বেশি আলোচনা হয়নি। প্রধান বিচারপতি মূলত চার বিচারপতির ক্ষোভ কমানোর উপরেই জোর দেন বলে জানা গিয়েছে।

টানাপড়েন এখন প্রধান বিচারপতি ও চার সিনিয়র বিচারপতির মধ্যে সীমাবদ্ধ নেই বলে অনেকে মনে করছেন। বুধবারের বৈঠকে আরও তিন বিচারপতির যোগদান থেকেই তা স্পষ্ট মনে করছে ওয়াকিবহাল মহল। সকলেই যে চার সিনিয়র বিচারপতির পক্ষে দাঁড়িয়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে মত দিচ্ছেন, এমনটা নয় বলেই খবর। কিন্তু ঘটনাচক্রে বিচারপতিদের মধ্যে মতানৈক্য বাড়ার ইঙ্গিত মিলছে। যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির অবসান চাইছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

সম্পাদনা: সজিব খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়