শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াই কোটি টাকার স্বর্ণ চোরাচালানকালে বিমানকর্মী আটক!

নুরুল আমিন হাসান: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানকালে মোস্তফা কামাল নামের এক বিমানবর্মীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।

বুধবার সাড়ে ১১টায় শাহাজালাল বিমানবন্দরে এ্যামিরেস্টস এর ইকে-৫৮৫ ফ্লাইটি আগমন করে যাত্রীরা নেমে যাওয়ার তার কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

আটককৃত মোস্তফা কামাল বাংলাদেশ বিমানের একজন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করছেন। বিমানবন্দরের কর্তব্যরত গোয়েন্দাদের ধারণা, একবার স্বর্ণসহ আটক হলেও ধারণা করা হচ্ছে তিনি একাধিকার স্বর্ণ চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় স্বর্ণ চোরাচালানকালে তিনি আটক হয়েছেন। তিনি দেশী ও আন্তর্জাতিক স্বর্ণ চোরাকারবারি সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত বলেও ধারণা গোয়েন্দাদের।

স্বর্ণ জব্দের বিষয়ে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার (এসি) সাইদুল ইসলাম আমাদের সময় ডট কমকে বলেন, 'বিমানের যাত্রী নেমে যাওয়ার পর ফাইটটি ক্লিন করে নামার সময় বিমানের ক্লিনার মোস্তফা কামাল শরীর তল্লাসি করে ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। যা ১১৬ গ্রাম ওজনের ৪০টি বারে পাওয়া যায়।'

তিনি আরো বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস ওই ফ্লাইটটির যাত্রী নেমে যাওয়ার পর ফ্লাইটটি ক্লিন করে নামার সময় বিমানের ক্লিনার মোস্তফা কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে বিমানের ক্লিনার মোস্তফা কামাল স্বর্ণ থাকার কথা অস্বীকার করে। পরে তার শরীর তল্লাসি করে জুতার মধ্যে হতে এসব স্বর্ণ পাওয়া যায়।

এই ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামীকে ফৌজদারি মামলা দায়েরপূর্বক বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলেও ঢাকা কাস্টমস হাউজের ওই কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়