শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মানির ডানপন্থী রাজনীতিবিদ

ডেস্ক রিপোর্ট : ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মানির কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি-এএফডি’র সদস্য আর্থার ওয়াগনার। ধর্ম পরিবর্তন করেই তিনি ইসলাম-বিরোধী এই দল থেকে পদত্যাগ করেন বলে জানিয়েছে এএফডি।

দলের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আর্থার ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছেন। ২০১৫ সালে এএফডিতে যোগ দিয়েছিলেন আর্থার। শরণার্থী এবং অভিবাসন বিরোধী দল এএফডি ২০১৭ সালের সেপ্টেম্বরে ১২.৬ ভাগ ভোট নিয়ে প্রথমবারের মত বুন্ডেসটার্গে প্রবেশ করে রেকর্ড গড়ে। হয়ে উঠে সংসদের তৃতীয় বৃহত্তম দল।

কট্টরভাবে মুসলিম বিরোধী এই দলের সদস্য আর্থারের ইসলাম ধর্ম গ্রহণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। যদিও ধর্মান্তর নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বলেন, এটি আমার ব্যক্তিগত ব্যাপার। এর আগে চার্চ এবং নিজের সম্প্রদায়ের প্রতি কাজের জন্যও খ্যাত ছিলেন তিনি। টুইটার ব্যবহারকারী মার্ক বেরি বলেন, ‘আমি সত্যিই নাৎসীদের বুঝি না।’

এক মাস আগেই দলটির ডেপুটি লিডার বেট্রিক্স ভন স্ট্রচ ইসলামবিরোধী মন্তব্য করার কারণে ফেসবুক ও টুইটারের কালোতালিকা ভুক্ত হয়েছিলেন। এছাড়া এই দলটি জার্মানিতে মসজিদ নির্মাণের বিরুদ্ধেও স্লোগান দিয়েছিল। আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়