শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইডেনেও চাকলবিহীন বাসের যাত্রা শুরু

জুয়াইরিয়া ফৌজিয়া : বিশ্বব্যাপী প্রযুক্তির প্রসার দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রযুক্তির প্রসারকে অনেক বিশ্লেষকরা চতুর্থ বিপ্লব বলে মনে করছেন। পৃথিবীতে প্রযুক্তি ক্ষেত্রে উন্নত দেশগুলোর মধ্যে সুইডেন অন্যতম। পর্যটকদের আকর্ষণ করার জন্য সুইডেনে রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। তবে ইউরোপের এ দেশটিতে সাধারণ মানুষদের চলাচলকে আরো সুবিধাজনক ও রোমাঞ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালকবিহীন যাত্রীবাহী বাস সার্ভিস চালু হয়েছে।

সুইডেনে রাজধানী স্টকহোমের একটি শহরতলী ক্রিস্টায় ৬ মাসের জন্য পরীক্ষামূলক এই বাস সার্ভিসটি চলবে । ১২ সিটের এই বাস শুধু মাত্র সেন্সরের সাহায্যে দেড় কিলোমিটার রুটে চলবে। সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২০ কিলোমিটার।

ইংল্যান্ড, চীন, অষ্ট্রেলিয়ার ও সিঙ্গাপুরে এ ধরনের স্বয়ংক্রিয় গাড়ি চালু আছে।

বাসে লাগানো আছে সেন্সর এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা দিয়ে বাসটি বুঝতে পারে রাস্তার কোথায় থামতে হবে, কোথায় চলতে হবে, আবহাওয়া অনুযায়ী বাসের ভেতরের তাপমাত্রা কীভাবে বদলাতে হবে, কখন দরজা খুলবে, বন্ধ হবে।

বিশ্বে এখন চালকবিহীন গাড়ি তৈরির প্রতি ঝোঁক বাড়ছে, আমাদেরও সেই একই লক্ষ্যে চালকবিহীন এই বাস প্রকল্প। এর ফলে রাস্তায় নিরাপত্তা বাড়বে, সেই সঙ্গে দূষণ কমবে এবং মানুষের দ্বারা যেসব ভুল হয় এ ক্ষেত্রে সেগুলোর সম্ভাবনাও কম হবে।

জাতীয় পরিবেশবাদী সংস্থা এবং যোগাযোগ মন্ত্রণালয় রাস্তায় জঞ্জাল পরিষ্কার করতে চালকবিহীন যান তৈরির পরিকল্পনা করছে৷

সূত্র : বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়