শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার থেকে দেশব্যাপী আ.লীগের সাংগঠনিক সফর শুরু

আহমেদ জাফর : বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপি সাংগঠনিক সফর শুরু ২৬ জানুয়ারি শুক্রবার। সংগঠনকে আরো গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে সভাপতি মন্ডলীর সদস্যদের নেতৃত্বে ১৫টি টিম গঠন করে এ সফর করা হবে। সাংগঠনিক সফরকে সফল করার লক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি প্রয়োজনীয় দিক নির্দেশনা ও নেতৃত্ব দিবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত এই টিমসমূহ আগামী একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত সংগঠনের কার্যক্রম চালাবে। এ সফরের কার্যক্রম হবে জেলা, মহানগর, উপজেলা, থানা পর্যায়ে পর্যন্ত। সাংগঠনিক সফরে যাবেন স্থানীয় আওয়ামী লীগ এমপি, মন্ত্রী, ওকেন্দ্রীয় কার্যনির্বাহী সংগঠনের নেতারা। গঠিত টিমসমূহের সমন্বয়কারী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সফরের দিনক্ষণ ও কর্মসূচি নির্ধারণ করবেন।

কেন্দ্রীয় নেতাদের যে ১৫টি দল ঘোষণা করা হয়েছে, তাতে সদস্যসংখ্যা রয়েছেন ৬ থেকে ১৬ জন। একেকটি দলের অধীনে ৩ থেকে ৮টি পর্যন্ত সাংগঠনিক জেলা ভাগ করে দেওয়া হয়েছে। সারা দেশে জেলা ও মহানগর মিলিয়ে আওয়ামী লীগের ৭৬টি সাংগঠনিক জেলা রয়েছে। এ সফরের মধ্যে দিয়ে জনগণের দৌড় গোড়ায় শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছায় দিবেন সংগঠনের নেতারা। শেখ হাসিনার নেতৃত্বে পরাজেয় শক্তিকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতন্ত্রকামী প্রগতিশীল শক্তিকে বিজয় নিশ্চিত করতে এই সাংগঠনিক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়