শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় রুশ ইন্ধনেই রাসায়নিক অস্ত্রের ব্যবহার : যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাজ : যুক্তরাষ্ট্র সিরিয়া যুদ্ধে দেশটির সরকারের বিরুদ্ধে জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে। এছাড়াও রাসায়নিক অস্ত্র ব্যবহারের পেছনে ইন্ধন যোগানোর জন্য দায়ভার রাশিয়াকে নিতে হবে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার জনগণের বিরুদ্ধে অব্যহতভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। শুধু মাত্র গতকালই ২০জন সাধারণ মানুষ ক্লোরিন গ্যাসে আহত হয় যাদের অধিকাংশই ছিল শিশু।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভেসেলী নেভেনজিয়া টিলারসনের বক্তব্যের তীব্র নিন্দ্বা জানিয়ে বলেন, সিরিয়ায় ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের জন্য রাশিয়া কোনভাবেই দায়ী নয়।
অপরদিকে বাসার আল আসাদ সরকারের পক্ষ থেকে রাসায়নিক অস্ত্র ব্যবহারে কথা অস্বীকার করে জানানো হয় যে, তারা ২০১৩ সালে রাশিয়া-যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র নিস্ক্রিয়করণ চুক্তির পরই সকল অস্ত্র ধ্বংস করে দিয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দামেস্কাসের পূর্বাঞ্চলীয় শহর গৌটায় একটি বোমা বর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অন্তত ১৩ জনকে শ্বাষ রুদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় । যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজাভেটরি ফর হিউম্যান রাইটস উদ্ধারকারীদের বরাত দিয়ে জানায়, তারা সবাই ক্লোরিন গ্যাস দ্বারা আক্রান্ত ছিল। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়