শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনায় ৪টি হাত বোমাসহ জামায়াতের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে জেলার ফুলতলা উপজেলার জামিরা বাজার পিপরাইল সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে তাদের আটক করা হয়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, ফুলতলা উপজেলা জামায়াতের আমীর গায়েসুল আজম হাদীর নেতৃত্বে ওই মাদরাসার ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলামসহ ২০-২৫ জামায়াত নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় এই দুইজনসহ ৫ জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। সেখান থেকে ৪টি হাত বোমা ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করে পুলিশ। সম্পাদনা: উমর ফারুক রকি