শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমৃদ্ধির সঙ্গে শান্তি চাইলে ভারতে আসুন

আবু সাইদ: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে বিশ্বের বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মোদি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধির সঙ্গে শান্তি চাইলে ভারতে আসতেই হবে।

কেন বিনিয়োগের জন্য ভারত এক উল্লেখ‌যোগ্য গন্তব্য? প্রধানমন্ত্রী বলেন, ‌বহুদিন পরে ভারতে এতদিনে একটি সংখ্যাগরিষ্ট সরকার তৈরি হয়েছে। কোনও সিদ্ধান্ত নিতে এখন আর দেরি হয় না। রেড টেপের বাঁধনের বদলে এখন রেড কার্পেট বিছিয়ে বিনিয়োগকারীদের স্বাগত জানানো হচ্ছে।

নতুন সরকারের নীতি হল রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম। সত্তর বছর পর দেশের কর ব্যবস্থায় আমূল বদল হয়েছে। মাত্র তিন বছরের মধ্যেই তা করা সম্ভব হয়েছে। সাধারণ মানুষ আমাদের নীতিকে সমর্থন করছেন। স্বেচ্ছায় সাবসিডি ত্যাগ করছেন। এরকম এক অবস্থায় ভারতে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন সহ বিশ্বের সামনে একাধিক চ্যালেঞ্জের কথা বলেন প্রধানমন্ত্রী। মোদি‌ বলেন,

গোটা বিশ্বে টেকনোলজির উন্নতি হচ্ছে। সোশ্যাল মিডিয়া টেকনোলজিকে ভেঙেচুরে ফেলা হচ্ছে। সেইসঙ্গে এর থেকে বিপদও বাড়ছে। পরবর্তি প্রজন্মের জন্য আমরা ওই বিপদ থেকে কীভাবে বাঁচব তা খুঁজে বের করতে হবে। এর জন্য এক হয়ে কাজ করতে হবে।

গোটা বিশ্বের সামনেই এখন বড় সমস্যা জলবায়ু পরিবর্তন। হিমবাহ গলছে। দ্বীপ ডুবে ‌যাচ্ছে। মরুভূমিতে বরফ পড়ছে। এর পেছনে আমাদের ভূমিকা রয়েছে। আমরা ‌যদি প্রকৃতির সন্তান হই তাহলে মানব ও প্রকৃতির মধ্যে এই সংঘাত কেন। উপনিষদের বাণী আমাদের মনে রাখা উচিত-ভোগ করে ত্যাগ কর। অন্যের সম্পত্তিতে লোভ করো না। - সূত্র: জি নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়