শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:০৫ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহেদ তামিমিকে এ্যানা ফ্রাঙ্কের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলি কবি

রাশিদ রিয়াজ : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান দেশটির আর্মি রেডিওকে কবি ইয়েহোনাতান গ্যাফিনের লেখা কবিতা প্রচার এবং ওই কবির কোনো সাক্ষাতকার প্রচার করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। ইসরায়েলি কবি ইয়েহোনাতান গ্যাফিন ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমিকে ইহুদি কিশোরী এ্যানা ফ্রাঙ্ক’এর সঙ্গে তুলনা করেন যিনি তার বাড়িতে অনধিকার প্রবেশের জন্যে ইসরায়েলি সেনাকে চড় মারার কারণে গ্রেফতার হয়েছেন।

ইনস্ট্রাগ্রাম এ্যাকাউন্টে কবি ইয়েহোনাতান গ্যাফিন ওই কবিতা লেখেন। গত ১৫ ডিসেম্বর আহেদ তামিমির সঙ্গে ইসরায়েলি সেনাদের বিতর্কের এক পর্যায়ে তিনি সেনাদের তার বাড়ি থেকে বের হয়ে যেতে বললে দু’জন সেনা তা অস্বীকার করলে ওই ঘটনা ঘটে। আহেদ তামিমিকে গ্রেফতার করার পর তার বিচার চলছে।

গত সোমবার কবি ইয়েহোনাতান গ্যাফিন আহেদ তামিমিকে নিয়ে যে ছোট কবিতা লেখেন সেটি নিম্নে দেওয়া হল ঃ

সতের বছর বয়সের একটি সুন্দরী মেয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে
এবং যখন এক গর্বিত ইসরায়েলি সেনা
ফের তার বাড়িতে ঢুকে পড়ে
সে তখন তাকে একটি চড় মেরেছে
সে জন্মেছে সেই পরিবেশে এবং সেই চড়
অর্থশত বছর কেটেছে দখলদারিত্ব ও অপমানের মধ্যে
এবং একদিন সেই সংগ্রামের গল্প বলা হবে
তুমি, আহেদ তামিমি
লাল চুলের মেয়েটি
ডেভিডের মত যে গোলিয়াথকে চড় মেরেছিল
তুমি সেই একই মর্যাদার অধিকারী হবে
জোয়ান অব আর্ক, চান্না সেনেশ এবং এ্যানা ফ্রাঙ্ক।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, এ কবিতায় আহেদ তামিমিকে সেই ইহুদি মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে যে জীবন বিসর্জন দিয়েছে হলোকাস্টে।এটা  ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়