সজিব সরকার : মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জ্যেষ্ঠ কন্যা, ১৯ বছর বয়সী মালিয়া ওবামাকে সস্তা পোশাকে নিউইয়র্ক শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে। তিনি তার ব্রিটিশ প্রেমিক ররি ফারকুহারসন এর সাথে হাতে হাত রেখে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন।
এসময় মালিয়াকে ৬৯ মার্কিন ডলারের একটি ‘ইউও ম্যালরি বাটন ডাউন মিনি ড্রেস’, একটি কালো কোট এবং ১৩৫ মার্কিন ডলারের একজোড়া জুতা পরতে দেখা গিয়েছিল, দাম হিসেবে যেগুলোকে নির্দ্বিধায় সস্তা বলা যায়। অপরদিকে, তার বয়ফ্রেন্ড কালো প্যান্ট, ধূসর টি-শার্ট এবং নীল রঙের জ্যাকেট পরে ছিল।
এর আগে তারা হারভেস্ট বিশ্ববিদ্যালয়ে একে অপরের সাথে মিলিত হবার পর প্রেমে জড়িয়ে পরেছিল। এতদিন তারা মিডিয়ার আড়ালে থেকে প্রেম করতে চেয়েছিল কারণ ররি ও মালিয়ার চুমু খাওয়ার দৃশ্যটি সাধারন জনগনের সামনে আসলে তাদের প্রেমকাহিনী দেশটির জাতীয় সংবাদে পরিণত হয়েছিল। ররি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দুরে ছিলেন অনেকদিন। কিন্তু হঠাৎ করে তাদের এমন খোলামেলা প্রেমের রহস্য বুঝে উঠতে পারছেন না কেউই। রিম টুডে