শিরোনাম
◈ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কঠিন পরীক্ষায় ইসি ◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ১০:০৩ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরুম চক্ষুরোগের প্রতিষেধক

সাইদুর রহমান: মাশরুম একটি আসমানী খাবার তথা জান্নাতী খাবার। আবার চিকিৎসা উপকরণও বটে। আমাদের দেশে মাশরুম চাষ হয় খাদ্য হিসেবে। কিন্তু এখনও ঔষধ হিসেবে ব্যবহার হয়নি। এ বিষয়ে আরও গবেষণা দরকার।

হাদীস অনুযায়ী আমল করলে অবশ্যই উপকার হবে। চক্ষুরোগে আক্রান্ত প্রায় সকলেই। চশমাই শেষ পরিণতি। তাছাড়া ছানিপড়াসহ আর বিভিন্ন রোগ রয়েছে। গবেষণা করলে অবশ্যই এসব রোগের প্রতিষেধক বের হয়ে আসবে মাশরুম থেকে।

এ বিষয়ে তিরমিযী শরীফের হাদীসে এসেছে, আবূ হুরাইরা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজওয়া (খেজুর) হচ্ছে জান্নাতের খেজুরবিশেষ এবং এর মধ্যে বিষের প্রতিষেধক রয়েছে। মাশরুম হলো মান নামক আসমানী খাবারের অন্তর্ভুক্ত এবং এর পানি চক্ষুরোগের প্রতিষেধক। (তিরমিযী , হাদীস নং ২০৬৬ মিশকাত ৪২৩৫)।

অন্য আরেক হাদীসে এসেছে, সাঈদ ইবনু যাইদ (রা.) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মাশরুম মান্নের (তথা জান্নাতী খাবার বিশেষ) অন্তর্ভুক্ত। এর পানি চোখের জন্য নিরাময়। তিরমিযী , হাদীস নং ২০৬৭, বুখারী, মুসলিম।

মাশরুম ব্যবহার নিয়ে একটি হাদীসে এসেছে, আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি তিনটি অথবা ৫টি অথবা ৭টি মাশরুম নিয়ে এর রস বের করলাম, তারপর রস টুকু বোতলে রেখে দিলাম, তারপর তাদ্বারা আমার এক দাসীর চোখে সুরমা লাগালে তার চোখ ভাল হয়ে গেল। তিরমিযী, হাদীস নং ২০৬৯

  • সর্বশেষ
  • জনপ্রিয়