উপল বড়–য়া : নিউ ইয়র্ক এর ব্রঙ্কসের ‘দ্য নিউ স্কুল ফর লিডারশিপ এ্যান্ড দ্যা আর্টস ইন কিংসবিজ’ এর এক শিক্ষিকার বিরুদ্ধে ১৪ বছরের ছাত্রকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ডোরি মেয়ার্স(২৯) নামের ওই শিক্ষিকা সামাজিক শিক্ষা বিভাগের শিক্ষক। ফৌজদারী আইনের ২ ধারা অনুযায়ী মেয়ার্সকে শিশু নির্যাতন ও যৌন হয়রানির জন্য গ্রেফতার করা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়ার্স তার পদকে অপব্যবহার করেছে। এই অপরাধের জন্য স্কুল তাকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানার জন্য আদালতকে অনুরোধ করেছে। কিন্তু বিচারক লরা ড্রাগার তার নিজ দায়িত্বে মেয়ার্সকে মুক্তি দিয়েছে। তবে ভুক্তভোগীর কাছ থেকে তাকে ৩০ দিন পর্যন্ত দূরে রাখার আদেশ জারি করেছে। ভুক্তভোগীর সহপাঠিরা মেয়ার্সের এই কর্মকান্ড স্কুল প্রশাসনকে জানায়। ফলে স্কুল কর্তৃপক্ষ পুলিশের কাছে মেয়ার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তবে ডোরি মেয়ার্স তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে।
মেয়ার্স নিউইয়র্ক শহরের ব্রঙ্কসের স্কুলটিতে ২০১৪ সাল থেকে শিক্ষকতা করছেন। তার নিবাস রকল্যান্ড কাউন্টিতে। মেয়ার্সের বিরুদ্ধে কোন প্রকার অতীত অভিযোগ না থাকায় শিক্ষা বিভাগ মেয়ার্সকে কর্ম থেকে অব্যাহতি না দিয়ে ছাত্রদের কাছ থেকে দূরে থাকার আদেশ দিয়েছে। ডেইলি মেইল