জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক অজ্ঞাত যুবকের (৩৫) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে কাজিরহাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় । তার কানে গুলির চিহ্ন রয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কেউ তাকে চিনতে না পারায় এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র:জাগে নিউজ