শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:২৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চনাটকের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে : সংস্কৃতিমন্ত্রী

ইমতিয়াজ মেহেদী হাসান : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মঞ্চনাটকের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। আগে শুধু মহিলা সমিতির ছোট একটি হলে নাটক মঞ্চায়িত হত এবং আলোক প্রক্ষেপণের সুবিধাও ছিল সেকেলে। বর্তমানে শুধু শিল্পকলা একাডেমিতেই নাটক মঞ্চায়নের ৩টি হল রয়েছে। বর্তমানে মহিলা সমিতি মিলনায়তনের ভাড়া প্রায় ১২ হাজার টাকা যার মধ্যে ৫ হাজার টাকা ভাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিশোধের ব্যবস্থা রয়েছে। সব নাটকের দল এ সুবিধা নেয়া উচিত।

মন্ত্রী শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদাতিক নাট্যদলের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কচি স্মৃতি সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদাতিকের সাবেক সাধারণ সম্পাদক বিচারপতি এবাদুল হক, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সহসভাপতি অধ্যাপক আবদুস সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।

প্রধান অতিথি বলেন, সরকারের একটি কম বাজেটের মন্ত্রণালয় হয়েও আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ঢাকার উত্তরায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য জমি চিহ্নিতকরণপূর্বক নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। একইভাবে ঢাকার মিরপুরেও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। আমরা সারাদেশের প্রতিটি জেলায় শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ প্রায় শেষ করে ফেলেছি। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চ, মিলনায়তন ও গ্রন্থাগার নির্মাণের কাজে হাত দিয়েছি। মোদ্দাকথা, দেশে সুস্থ শিল্প-সংস্কৃতি চর্চা ও বিকাশে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও বদ্ধপরিকর।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পদাতিক নাট্যদলের দলনেতা ও প্রধান নির্বাহী সেলিম শামসুল হুদা চৌধুরী।

আইন বিষয়ে বিশেষ অবদানের জন্য বিচারপতি এবাদুল হক, নাটকে আলী যাকের, সংগীতে নার্গিস চৌধুরী এবং মরণোত্তর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খানকে কচি স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে কচি স্মৃতি সম্মাননা স্মারকের পাশাপশি পদাতিক সুহৃদ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে পদাতিক মঞ্চায়িত নাটকের কোলাজ প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়