শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে মুখোমুখি

এল আর বাদল : ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। চূড়ান্ত লড়াইয়ে মাশরাফিদের সঙ্গী কে হবে, রোববার সেই লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তবে ফাইনালের পথে কিছুটা এগিয়ে হিথ স্ট্রিকের জিম্বাবুয়ে। লিগ ভিত্তিক প্রথম লেগে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে নিরাপদে রয়েছে।

মিরপুর স্টেডিয়ামে শনিবার জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের। অন্য দিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপে জিততেই হবে শ্রীলঙ্কাকে। দুপুর ১২টায় খেলা শুরু হবে। দ্বিতীয় লেগে বাংলাদেশ- শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের এখনও দুইটি করে ম্যাচ বাকি রয়েছে। পয়েন্ট টেবিলে এখন দশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। শূন্য পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।

ফাইনালে খেলতে হলে শ্রীলঙ্কাকে বাকি দুই ম্যাচেই জিততে হবে। জিতলেই যে তারা ফাইনালে চলে যাবে বিষয়টি তাও নয়। সেেেত্র বাংলাদেশের বিপে যদি জিম্বাবুয়ে জয় পায় তাহলে আসতে পারে নেট রান রেটের হিসাব। তবে, কোনও দল যদি বোনাস পয়েন্ট পেয়ে এগিয়ে থাকে তাহলে আর নেট রান রেটের হিসাবের প্রয়োজন হবে না। কিন্তু জিম্বাবুয়ে যদি তাদের বাকি দুই ম্যাচেই জয় পায় তাহলে ফাইনালে তারাই বাংলাদেশের প্রতিপ হবে।

এখন কথা হচ্ছে, বাংলাদেশ যদি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই দলকেই পরাজিত করে তাহলে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচটিই নির্ধারণ করে দিবে ফাইনালে বাংলাদেশের প্রতিপ কারা হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়