শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০২:০৫ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেইম প্ল্যানিংয়ের সময় আমরা হাথুরুকে এখন আর অনূভব করি না:সাকিব

এম এ রাশেদ তালুকদার: ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের ক্রিকেটার তামিম-সাকিব ও এনামুলরা বেশ কয়েকটি মাইলফলক ছুঁয়েছেন।

এদিন ম্যাচ শেষে টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংকে নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘গেইম প্ল্যানিংয়ের সময় আমরা তাকে (হাথুরুসিংহ) এখন আর অনূভব করি না। আশা করি আপনারাও তার ব্যাপারটা ভুলে যাবেন।’

হাথুরু ছাড়াও এসময় নিজের ইনিংস নিয়ে কথা বলেন বিশ্বসেরা এই ক্রিকেটার। ৬৭ রানের ইনিংস শতকে পরিণত হয়নি তা নিয়ে বেজায় আফসোস মিস্টার অলরাউন্ডারের। বলেন, ‘দলের জন্য কন্ট্রিভিউট করাটা ভালো একটা ফিলিংস। চেষ্টা থাকবে সবসময় ভালো করার। আজ (শুক্রবার) ৫০ ওভার ব্যাটিং করতে পারলে অবশ্যই সেঞ্চুরিটা পেয়ে যেতাম। কিন্তু হয়নি। তার পরও বলবো, আলহামদুলিল্লাহ।’

দিনে দিনে তামিম ও সাকিবের মাঝে ব্যাটিং কম্পিটিশন বেড়ে যাচ্ছে। আজ ১১ হাজারের মাইলফলক ছুঁয়েছেন তামিম। অন্যদিকে সাকিবও সব ফর‌্যামেট মিলিয়ে দশহাজার রান স্পর্শ করেছেন। এ কম্পিটিশনকে পজেটিভলি দেখেন সাকিব। বলেন, ‘আমাদের মাঝে পজেটিভলি কম্পিটিশন হয়। আর এসব কম্পিটিশন দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ পজেটিভ কম্পিটিশন যতদিন থাকবে তত দিন দল ভালো স্কোর করতে পারবে।

সিরিজের ফাইনাল কি জিম্বাবুয়ের সঙ্গে হওয়া সম্ভবনা আছে কি না। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, তারা অনেক এডভান্টেজ। জেতার সক্ষমতা রাখে। হতেও পারে। কারণ তারা জয়ের জন্য মুখিয়ে রয়েছে। তবে লঙ্কানরা ফেলে দেয়ার মতো নয়। তাদের ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে। যদি কেউ জ্বলে উঠে সেদিন বড় কিছু করে বসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়