শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৭:২৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের আবার যেন বাংলাদেশে পালিয়ে আসতে না হয়

জুয়াইরিয়া ফৌজিয়া : মিয়ানমারে রোহিঙ্গারা ফিরে যাওয়ার পর আবার যেন বাংলাদেশে পালিয়ে আসতে না পারে সেজন্য প্রত্যাবাসন শুরুর পর সেটাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন আন্তজার্তিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ফিজিকাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি অনুযায়ী ফিরে যাওয়া রোহিঙ্গারা কি অবস্থায় আছে তা দেখার জন্য ৩ মাস পর পর রিভিউ মিটিং করা হবে।

ফিজিকাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে বেশ কিছু খুঁটিনাটি বিষয়ে নজর দেওয়া হয়েছে। তারমধ্যে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার খরচ বহন করবে মিয়ানমার সরকার।

পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে যেকোন কিছুই চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। তবে এবারের প্রত্যাবাসন আগের যেকোন সময়ের চেয়ে টেকসই হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে গিয়ে আবার যেন নির্যাতনের শিকার না হয় তা নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব আরও বলেন, জিরো পয়েন্টে থাকা ৭ হাজার রোহিঙ্গাকে সবার আগে ফিরিয়ে নিতে বলা হয়েছে, তাতে যাচাইবাছাইয়ের সমস্যাও হবে না।

ইউএনএইচসিআরকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত করতে মিয়ানমারের অনাগ্রহের বিষয়ে আন্তজার্তিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন, এই বিষয়ে ছাড় দেয়া উচিত হবে না।

সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়