লিহান লিমা: হোয়াইট হাউসের ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় উৎরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সুস্থ্য হলেও অতিরিক্ত ওজন ও কিছুটা চুল পড়ার সমস্যায় ভুগছেন ট্রাম্প।
হোয়াইট হাউসের শরীরবিদ ডক্টর রনি জ্যাকসন বলেন, ‘তিনি ব্যায়াম করেন না, দীর্ঘদিন ধরে ম্যাকডোনাল্ড এবং কোক খাচ্ছেন। তাই তার ওজন কিছুটা বেশি। এছাড়া শারীরিকভাবে তিনি চমৎকার স্বাস্থ্যের অধিকারী। তার মেধা অত্যন্ত তীক্ষ্ম এবং রাত্রে মাত্র ৪-৫ ঘণ্টা ঘুমের প্রয়োজন। আমি বলছি, প্রেসিডেন্ট যদি আরো ২০ বছর নিয়মিত ডায়েট ও ব্যায়াম করেন তবে তিনি ২০০ বছরও বেঁচে থাকতে পারবেন। কিছু মানুষের খুব চমৎকার জিন থাকে, যা তাকে সুস্থ্য রাখতে সহায়তা করে।’
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ট্রাম্পের ওজন ১০৮ কেজি। তার রক্ত চলাচল ১২২ থেকে ৭৪ (স্বাভাবিক), কোলেস্টোরেল ২২৩ (বেশি), হার্টবিট প্রতি মিনিটে ৬৮ বার (স্বাভাবিক মাত্রার)। শরীরবিদরা বলেছেন, ‘দায়িত্ব সঠিকভাবে পালনে সক্ষম ট্রাম্প। এছাড়া তামাক এবং এলকোহল মুক্ত থাকার সুবিধা আজীবন ভোগ করবেন তিনি।’
তবে কট্টর সমালোচকদের বরাত দিয়ে ডেইলি মেইলের খবরে বলা হয়, ট্রাম্প তার সঠিক উচ্চতা গোপন করছেন, যাতে নিজের ‘স্থুলতা’কে তিনি ‘অতিরিক্ত ওজন’ বলে চালিয়ে নিতে পারেন। এছাড়া ট্রাম্প চুল পড়া নিয়ন্ত্রণে রাখতে যে উচ্চতর মাত্রার ঔষধ ব্যবহার করেন এর ফলে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, তিনি হতাশায় ভোগেন ও বিষণœতা তৈরি হয়, ইরেক্টিকাল ডিসফাংশনের ফলে শারীরিক অক্ষমতা ও অসন্তুষ্টি সৃষ্টি হয়।
প্রসঙ্গত, মাইকেল ওলফের ‘ফায়ার এন্ড ফিউরি’ বইতে ট্রাম্প মানসিক ও শারীরিক অসুস্থ্য বলে দাবি করার পর প্রেসিডেন্টের সক্ষমতা নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরপরই ট্রাম্প তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এমনকি হোয়াইট হাউসে জ্যাকসনের সংবাদ সম্মেলনের আগে ট্রাম্প প্রেস সচিব সারাহ স্যান্ডার্সকে বলেছিলেন, ‘ডাক্তার জ্যাকসন যতক্ষণ ইচ্ছে পোডিয়ামে থাকবেন এবং সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর অসমাপ্ত রেখে যেন তা ত্যাগ না করেন।’ডেইলি মেইল