শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদিচ্ছা থাকলে গুচ্ছ পদ্ধতি বাস্তবায়ন সম্ভব : রাশেদা কে চৌধুরী

আশিক রহমান : উচ্চশিক্ষা লাভের আশায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যেভাবে বিভিন্ন তারিখে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ছোটাছুটি করতে হয়, বিশেষ করে মেয়েদের এবং তাদের অভিভাবকদের তা অনেক কষ্টকর। অনেক ব্যয়বহুল। সে কারণেই শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে, এটাকে আমি স্বাগত জানাই।

আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নারী আন্দোলন কর্মী রাশেদা কে চৌধুরী আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে হয়তো কিছু চ্যালেঞ্জ আসবে। কিন্তু এ ধরনের উদ্যোগ গ্রহণ না করলে শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য অনেক সমস্যা তৈরি হয়। মেডিকেল কলেজগুলোতে তো এ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে আগে থেকেই। প্রথম দিকে অনেকেই এ পদ্ধতির বিরোধিতা করে বলেছিলেন এটা হবে না, পারবে না কিন্তু সদিচ্ছা ও যথাযথ কৌশল গ্রহণ করলে বাস্তবায়ন করা যায়। আমার মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও গুচ্ছ পদ্ধতি চালু করে দেখা দরকার।

রাশেদা কে চৌধুরী বলেন, গুচ্ছ পদ্ধতি বাস্তবায়ন করতে গেলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোই অনেক সময় আপত্তি করে। ভর্তি ফি’র জন্যই এই আপত্তিটা করে বলে মনে হয় আমার। বাস্তবায়ন ব্যবস্থাপনা সহজ হবে না। এখানেও সদিচ্ছার ব্যাপার রয়েছে। সদিচ্ছা থাকলে বাস্তবায়ন সম্ভব হবে বলেই আমি আশা করছি।

তিনি বলেন, এখানে আসলে সমঝোতার একটা ব্যাপার আছে। স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর হস্তক্ষেপ হবে কিনা আইনবিদরা বলবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তো জনস্বার্থে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের স্বার্থের বিষয়টি যদি দেখা হয় তাহলে শিক্ষার্থীদের জন্য মঙ্গল বয়ে আনবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়