শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্যাভোস সম্মেলনে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে ম্যাক্রোঁর পাশে থাকবেন মার্কেলও

সান্দ্রা নন্দিনী : জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক সম্মেলন-ড্যাভোস’-এ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্মেলনটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে বলা যেতে পারে, ইউরোপ বনাম যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের লড়াই এবার ভালই জমবে।

গত বছরের সেপ্টেম্বর থেকে সরকার গঠনে সংগ্রাম করে চলা মার্কেলের বিষয়ে ধারণা করা হচ্ছিল যে, তিনি হয়ত রাজনৈতিক নেতৃবৃন্দ, সিইও, ব্যাক কর্মকর্তা ও তারকাদের বার্ষিক সমাবেশে সুইস আল্পসে যাবেন না। তবে, শুক্রবার জার্মান সংসদে জোটের সাথে চুক্তি সম্পাদিত হওয়ায় দেশটির উর্ধ্বতন কর্মকর্তারা জানান, শেষপর্যন্ত মার্কেল ড্যাভোস সম্মেলনে যাচ্ছেন।

এদিকে, ড্যাভোস সম্মেলনের শেষদিন বক্তব্য রাখার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওইদিন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে, ওইদিন মার্কেল-ট্রাম্প বড় ধরনের বাকযুদ্ধ হতে পারে।
২৪ জানুয়ারি অর্থাৎ ট্রাম্পের বক্তব্যের দুইদিন আগে, ম্যাক্রোঁ-মের্কেল বক্তব্য রাখবেন, ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ায় পরবর্তী করণীয় পদক্ষেপ নিয়ে। তাছাড়া, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’-এই নীতির সাথে বিরোধিতা করার বিষয়েও ঐক্যমতে পৌঁছেছেন ওই দুই নেতা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের মধ্যে বিরাজমান সুসম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা ড্যাভোস সম্মেলনেই তা দেখা যাবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়