শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্যাভোস সম্মেলনে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে ম্যাক্রোঁর পাশে থাকবেন মার্কেলও

সান্দ্রা নন্দিনী : জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক সম্মেলন-ড্যাভোস’-এ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্মেলনটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে বলা যেতে পারে, ইউরোপ বনাম যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের লড়াই এবার ভালই জমবে।

গত বছরের সেপ্টেম্বর থেকে সরকার গঠনে সংগ্রাম করে চলা মার্কেলের বিষয়ে ধারণা করা হচ্ছিল যে, তিনি হয়ত রাজনৈতিক নেতৃবৃন্দ, সিইও, ব্যাক কর্মকর্তা ও তারকাদের বার্ষিক সমাবেশে সুইস আল্পসে যাবেন না। তবে, শুক্রবার জার্মান সংসদে জোটের সাথে চুক্তি সম্পাদিত হওয়ায় দেশটির উর্ধ্বতন কর্মকর্তারা জানান, শেষপর্যন্ত মার্কেল ড্যাভোস সম্মেলনে যাচ্ছেন।

এদিকে, ড্যাভোস সম্মেলনের শেষদিন বক্তব্য রাখার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওইদিন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বাণিজ্যিক ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে বক্তব্য রাখবেন। ধারণা করা হচ্ছে, ওইদিন মার্কেল-ট্রাম্প বড় ধরনের বাকযুদ্ধ হতে পারে।
২৪ জানুয়ারি অর্থাৎ ট্রাম্পের বক্তব্যের দুইদিন আগে, ম্যাক্রোঁ-মের্কেল বক্তব্য রাখবেন, ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ায় পরবর্তী করণীয় পদক্ষেপ নিয়ে। তাছাড়া, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’-এই নীতির সাথে বিরোধিতা করার বিষয়েও ঐক্যমতে পৌঁছেছেন ওই দুই নেতা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের মধ্যে বিরাজমান সুসম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা ড্যাভোস সম্মেলনেই তা দেখা যাবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়