শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌`বই না পড়ে আইন পেশায় উন্নতি করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক: বই না পড়ে আইন পেশায় উন্নতি করা যাবে না উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেছেন, টাকার পিছনে ছুটলে হবে না। বই কিনুন। বই পড়ুন। জ্ঞান অর্জন করুন। টাকা আপনার কাছে এসে ধরা দেবে। তিনি বলেন, ‘কথায় আছে, যতই পড়িবে, ততই শিখিবে। আর যতই শিখিবে, ততই আয় করিবে। কিন্তু শিখিবে না, আয়ও হইবে না।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। সমিতি ভবন মিলনায়তনে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছাড়াও আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সম্পাদক ব্যারিষ্টার এএম মাহবুবউদ্দিন খোকন। এসময় হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি এএনএম বশিরউল্লাহ এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বর্তমান সহসভাপতি অ্যাডভোকেট মো. অজিউল্লাহসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তৃতায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরও বলেন, ‘মামলার শুনানিকালে পুরানা পল্টনের মতো বক্তব্য দিলে হবে না। আইনের কথা বলতে হবে। দক্ষ আইনজীবী না হলে বিচার বিভাগ দক্ষ হয়না। আর দক্ষ ও উপযুক্ত বিচারক না হলে সঠিক ও ভাল রায় বের হবে না।’
তিনি বলেন, ‘শুধু বইমেলার আয়োজন করলেই হবে না। বই কিনতে হবে। কিনলে পড়ার প্রতি আকর্ষণ বাড়বে। আইনের বই না পড়লে সঠিকভাবে শুনানি করা যাবে না। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা হবে। তাই বলি, আইনজীবীরা জ্ঞান অর্জনের মাধ্যমে সমৃদ্ধ হতে হবে। আপনারা (বার) সমৃদ্ধ হলেই কেবল আদালতও সমৃদ্ধ হবে। তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, মক্কেলকে দেখানোর জন্য বই কিনবেন না, লাইব্রেরী সাজাবেন না। বই কিনে পড়–ন। জ্ঞান অর্জন করুন।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বরে প্রতিবছরের মতো এবারও বইমেলার আয়োজন করেছে সমিতি। এবার বই মেলায় ৪২টি স্টল দেওয়া হয়েছে। এর মধ্যে আইনজীবীরাই ১৯টি স্টল দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়