শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোথাও নেই বিন্দু!

নিজস্ব প্রতিবেদক : তৃনমূল থেকে উঠে এসে লাক্স সুন্দরী খেতাব অর্জন। তারপর নাটক, সিনেমা এমনকি বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ। এরপর বিয়ে কওে মিডিয়া থেকে উধাও। অতঃপর কোথায় এখন বিন্দু-এমন প্রশ্নের উত্তর মিলছে না। লাক্সতারকা আফসান আরা বিন্দুর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমনকি তার স্বামী এবং শশুরবাড়ির কেউই বলতে পারছেন না- কেথায় আছেন তিনি।মিডিয়ার দীর্ঘদিনের সহকর্মীরাও জানেন না, বিন্দুর চলমান অবস্থান। মুঠোফোন এবং ফেসবুক আইডিও বন্ধ।

এদিকে বিন্দুর কোনো হদিস না পেয়ে শোবিজ অঙ্গনে গুজব রটেছে, স্বামী-সংসার ছেড়ে স্বেচ্ছায় নির্বাসনের পথ বেছে নিয়ে চুপিসারে নীরব জীবন-যাপন করছেন বিন্দু। গোপন একটি সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বিন্দু কাউকেই তার অবস্থান জানাচ্ছেন না। একা একা বাস করছেন।

অন্য আরেকটি সূত্র বলছে, বিন্দুর স্বামী আসিফের সঙ্গে সঙ্গীতশিল্পী হৃদয় খানের প্রথম স্ত্রী মডেল অভিনেত্রী সুজানার গোপন প্রেমের কারণেই ঘর ভেঙেছে বিন্দুর। আসিফ-সুজানার সাম্প্রতিক সম্পর্ককে বিন্দু মেনে নিতে পারছেন না বলেই বিন্দু সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছেন। দূরে রয়েছেন মিডিয়া আর মিডিয়াসংশ্লিষ্ট কাছের মানুষদের থেকেও।

উল্লেখ্য, ২০০৬ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ আফসান আরা বিন্দু ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন আসিফ অ্যাপারেলসের কর্ণধার আসিফ সালাহউদ্দিন মালিককে। তারপর মিডিয়া থেকে ক্রমশ দূরে সরে চলে যান বিন্দু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়