শাহানুজ্জামান টিটু ও মাঈন উদ্দিন আরিফ : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আজ মেয়র পদে মনোনয়ন পত্র বিক্রি করবে বিএনপি।
সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
মনোনয়নপত্র কিনতে হবে ১০ হাজার টাকায়। এবং জমাদানের সময় আরো ২৫ হাজার টাকা জামানত দিয়ে আগামী ১৫ জানুয়ারি বিকাল ৪টার মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে। একই দিন রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। যে কেউ এই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন নির্ধারিত ফি দিয়ে।
গতকাল রাতে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলাকালিন বৈঠক থেকে বের হয়ে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরআগে খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সূত্র জানায়, মেয়র পদে এখনই মনোনিত প্রার্থীর নাম ঘোষণা করছে না বিএনপি। আওয়ামী লীগ প্রার্থী ঘোষণার পর ২০ দলীয় জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সূত্র আরো জানায়, জোটের প্রার্থী হিসেবে প্রাথমিক তালিকায় রয়েছেন তাবিথ আউয়াল ও বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। এছাড়া যারা মনোনয়ন পত্র কিনবেন তাদের মধ্যে থেকেও প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তাবিথ আউয়ালের বিকল্প হিসেবে কেন অন্য প্রার্থী নিয়ে বিএনপি ভাবছে এমন প্রশ্নের জবাবে দলটির এক নীতিনির্ধারক জানান, তাবিথ আউয়ালকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তবে সরকারের কূটকৌশল যাতে সফল হতে না পারে এজন্য বিকল্প প্রার্থী রাখা হতে পারে। কারণ পানামা পেপারসে তাবিথ আঊয়ালের বাবা দলের ভাইস চেয়ারম্যান আবদুল আঊয়াল মিন্টুর নাম থাকায় এটা নিয়ে সরকার যেন কোনো সুযোগ না নিতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে।