তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে তার বসত বাড়ি থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটকৃত নারী মাদক ব্যবসায়ী উপজেলার ফুল্লাকান্দি এলাকার রেজাউল করিমের স্ত্রী মর্জিনা বেগম (৪০)।
পুলিশ জানায়, আজ দুপুরে মাজার এলাকায় বসবাসরত মাদক সম্রাটী মর্জিনার বসত ঘরে তল্লাশি চালিয়ে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:নিজাম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মর্জিনার বিরুদ্ধে আগে আরো ৬টি মাদক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।সম্পাদনা: উমর ফারুক রকি