শিরোনাম
◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাশেজ জয়ের পর ওডিআই সিরিজে চোখ স্মিথের

স্পোর্টস ডেস্ক: মনে রাখা মতো অ্যাশেজ সিরিজের পর আগামীকাল রোববার মেলবোর্নে আবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। পাঁচদিনের সিরিজের পর লড়াই এবার একদিনের সিরিজ নিয়ে। ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

দারুণভাবে অ্যাশেজ জিতলেও ওয়ানডে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া। বিশেষ করে নিজেদের মিডল অর্ডারের ব্যাটিং নিয়ে বেশ ভাবনায় আছে দলটি। সেই আভাসটাই দিলেনা অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ২৮ বছর বয়সী স্মিথ বলেছেন, ওয়ানডের বাজে পারফরম্যান্স থেকে বের হয়ে আসতে হলে মিডল অর্ডারকে অবশ্যই রান করতে হবে।

ওয়ানডেতে সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয় অস্ট্রেলিয়ার। যদিও আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় শীর্ষ দল তারা। কিন্তু গত বছর খেলা ১৫টি ম্যাচের মধ্যে মাত্র ৫ টিতে জিতেছিল স্মিথের দল। পরিসংখ্যানটি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে মোটেও মানানসই নয়। মূলত মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতাই ভোগাচ্ছে দলটিকে। সর্বশেষ দশ ম্যাচে বেশ কয়জন ব্যাটসম্যানকে ৪ নম্বরে খেলিয়েছিলো অস্ট্রেলিয়া। কিন্তু সাফল্য খুব একটা আসেনি।

মিডল অর্ডারের এ সংকট থেকে বের হতে অভিজ্ঞ ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট ও অল রাউন্ডার মিচেল মার্শকে ব্যাটিং লাইন আপে নিয়ে এসেছেন স্মিথ। অজি অধিনায়ক নিশ্চিত করেছেন ট্রাভিস ৪ নম্বরে ও হোয়াইট ৫ নম্বরে নামতে পারেন।

স্মিথ বলেন, ‘ট্রাভিসের খুব ভালো ক্রিকেট প্রতিভা আছে। মিডল অর্ডারে আমাদের একজন চৌকস খেলোয়াড় দরকার যে সঠিক সময়ে সঠিক ক্রিকেটটা খেলতে পারবে। মিডল অর্ডার নিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে। ওয়ার্নার (ডেভিড) গত কয়েক বছর ধরে ওয়ানডেতে ওপেনিংয়ে ভালো করছে। ভারতের সাথে গত সিরিজে ফিঞ্চ (অ্যারন) ভালো খেলেছিলো।’ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়