শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে নওগাঁয় বেড়েছে ডায়রিয়া

নওগাঁ প্রতিনিধি: উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিনে নওগাঁয় বেড়েছে ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ফলে নওগাঁ সদর হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেডে জায়গা না হওয়ায় শিশু ওয়ার্ডের মেঝেতেও চিকিৎসা দেয়া হচ্ছে। হঠাৎ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওষুধেরও সংকট দেখা দিয়েছে।

গত কয়েক দিনের শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে জেলাবাসী। ফলে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। এদের অনেকেই ঠান্ডাজনিত সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। দুপুর নাগাদ কিছুটা হালকা রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া।

নওগাঁ সদর হাসপাতালের স্টাফ নার্স সিমা আক্তার বলেন, হঠাৎ করে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু ওয়ার্ডে বেডে জায়গা হচ্ছে না। তাই মেঝেতে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এক বেডে ২-৩ জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে অভিভাবক এবং শিশুরাও কষ্ট পাচ্ছেন। চিকিৎসা সেবা দিতে গিয়ে রিতিমতো আমরাও হাপিয়ে উঠেছি।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুনির আলী আকন্দ বলেন, হাসপাতালে অন্যান্য রোগীর তুলনায় শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। প্রতিদিন গড়ে ৩০ জন ডায়রিয়া এবং ১০ জন নিউমোনিয়া রোগী ভর্তি হচ্ছে। এছাড়া বয়স্ক শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগী গড়ে ১৫ জন ভর্তি হচ্ছে। হঠ্যাৎ করে শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওষুধের কিছুটা সংকট দেখা দিয়েছে। ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়