ফারমিনা তাসলিম : অনিয়মের অভিযোগে রেটিনা, ইউসিসি ও সাইফুরসসহ ৩০টি কোচিং সেন্টারের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
রোববার সকালে তাদেরকে দুদক কার্যালয়ে ডাকা হয়। কোচিং সেন্টারগুলোর আয়সহ সার্ক বিষয়ে খতিয়ে দেখবে দুদক। এর আগে চলতি ডিসেম্বর মাসে বেশ কয়েকটি কোচিং সেন্টারের মালিককে নোটিশ দিয়েছিল দুদক। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন আটটি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করে। অবৈধ ও অনুনোমোদিত সাইনবো, পোস্টার ব্যবহার করে ব্যবসা চালিয়ে আসার অভিযোগ রয়েছে এসব কোচিং সেন্টারগুলো। এদিকে অফশোর প্রতিষ্ঠান খুলে টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক দুই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
সূত্র – চ্যানেল টোয়েন্টি ফোর