কামরুল আহসান : আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী চার্লস হৌগিকে গুপ্তহত্যার পরিকল্পনা করেছিল ব্রিটিশ গোয়েন্দাসংস্থা। এ ব্যাপারে তারা উত্তর আয়ারল্যান্ডের তৎকালীন আধাসামরিক বাহিনী উগ্রপন্থী অলস্টার ভলন্টেয়ার ফোর্স (ইউভিএফ)-এর কাছে একটি চিঠিও পাঠিয়েছিলো। কিন্তু, ইউভিএফ ব্রিটিশ সিক্রেট সার্ভিসের সেকশন পাঁচের এ প্রস্তাবে সায় না দিয়ে প্রধানমন্ত্রীকে সাবধান করে দেয়। তারা প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয়, সাবধানে থাকবেন, আপনাকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে আমাদের।
আয়ারল্যান্ড সরকার কর্তৃক প্রকাশিত নতুন এক নথিতে জানা যায়, ১৯৮৫ সালে তৎকালীন রাজনৈতিক অস্থিরতার সময় ব্রিটিশ গোয়েন্দাসংস্থা চার্লসকে সরিয়ে দিতে এ নীলনকশা এঁকেছিল। চার্লস হৌগি ১৯৭৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিন দফায় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। চার্লস হৌগি ছিলেন রিপাবলিকান দলের নেতা; যারা আয়ারল্যান্ডের স্বাধীনতার পক্ষে। তাদের দমন করতে ব্রিটিশ সরকার অলস্টার ভলন্টেয়ার ফোর্স (ইউভিএফ) গঠন করে। যারা আধা জঙ্গি ও আধা রাজনৈতিক তৎপরতার মধ্যে উত্তর আয়ারল্যান্ডকে যুক্তরাজ্যের সঙ্গে সংযুক্ত রাখার জন্য লড়াই করতো। সেই রাজনৈতিক অস্থিরতার সময় আয়ারল্যান্ডের অনেক স্বাধীনতাকামী নেতাকেই হত্যা করা হয়।
আইরিশ সরকারের প্রকাশিত সাম্প্রতিক গোপন নথি থেকে জানা যায়, সে সময়কার গুপ্তহত্যার নীলনকশায় নাম ছিল চার্লস হৌগিরও। তাকে হত্যার জন্য যাদের নিযুক্ত করতে চেয়েছিল ব্রিটিশ গোয়েন্দাসংস্থা তাদের তৎরপরতার কারণেই তিনি তখন বেঁচে গিয়েছিলেন। রাশিয়া টুডে