শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৭ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক আইরিশ প্রধানমন্ত্রীকে ব্রিটিশ গোয়েন্দাসংস্থার হত্যা পরিকল্পনা ফাঁস

কামরুল আহসান : আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী চার্লস হৌগিকে গুপ্তহত্যার পরিকল্পনা করেছিল ব্রিটিশ গোয়েন্দাসংস্থা। এ ব্যাপারে তারা উত্তর আয়ারল্যান্ডের তৎকালীন আধাসামরিক বাহিনী উগ্রপন্থী অলস্টার ভলন্টেয়ার ফোর্স (ইউভিএফ)-এর কাছে একটি চিঠিও পাঠিয়েছিলো। কিন্তু, ইউভিএফ ব্রিটিশ সিক্রেট সার্ভিসের সেকশন পাঁচের এ প্রস্তাবে সায় না দিয়ে প্রধানমন্ত্রীকে সাবধান করে দেয়। তারা প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয়, সাবধানে থাকবেন, আপনাকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে আমাদের।
আয়ারল্যান্ড সরকার কর্তৃক প্রকাশিত নতুন এক নথিতে জানা যায়, ১৯৮৫ সালে তৎকালীন রাজনৈতিক অস্থিরতার সময় ব্রিটিশ গোয়েন্দাসংস্থা চার্লসকে সরিয়ে দিতে এ নীলনকশা এঁকেছিল। চার্লস হৌগি ১৯৭৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিন দফায় আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। চার্লস হৌগি ছিলেন রিপাবলিকান দলের নেতা; যারা আয়ারল্যান্ডের স্বাধীনতার পক্ষে। তাদের দমন করতে ব্রিটিশ সরকার অলস্টার ভলন্টেয়ার ফোর্স (ইউভিএফ) গঠন করে। যারা আধা জঙ্গি ও আধা রাজনৈতিক তৎপরতার মধ্যে উত্তর আয়ারল্যান্ডকে যুক্তরাজ্যের সঙ্গে সংযুক্ত রাখার জন্য লড়াই করতো। সেই রাজনৈতিক অস্থিরতার সময় আয়ারল্যান্ডের অনেক স্বাধীনতাকামী নেতাকেই হত্যা করা হয়।
আইরিশ সরকারের প্রকাশিত সাম্প্রতিক গোপন নথি থেকে জানা যায়, সে সময়কার গুপ্তহত্যার নীলনকশায় নাম ছিল চার্লস হৌগিরও। তাকে হত্যার জন্য যাদের নিযুক্ত করতে চেয়েছিল ব্রিটিশ গোয়েন্দাসংস্থা তাদের তৎরপরতার কারণেই তিনি তখন বেঁচে গিয়েছিলেন। রাশিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়