সান্দ্রা নন্দিনী : পুরনো আইফোন ধীরগতি হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে ক্রেতাদের কাছে ক্ষমা চেয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। একইসাথে দাম কমিয়ে দিয়ে নতুন ব্যাটারি পুনর্স্থাপনেরও প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গত বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় আইফোনের বিতর্কিত নতুন ভার্সন বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা প্রকাশ করা হয়। অ্যাপল প্রাথমিকভাবে পুনর্স্থাপিত ব্যাটারির দাম কমিয়ে ২৯ মার্কিন ডলার পর্যন্ত নির্ধারণ করেছে যা ২০১৮ সালের জানুয়ারির শেষ দিকে কার্যকর হবে।
প্রসঙ্গত, নতুন ভার্সন আসার পর পুরনো ভার্সনটি ক্রমাগত ধীরগতির হয়ে পড়ার কারণে আইফোন ক্রেতারা নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল’র ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিল। অনেকেই মনে করছিল, এটি ক্রেতাদেরকে নতুন ভার্সন কেনার জন্য প্রতিষ্ঠানটির ব্যবসায় কৌশল হতে পারে। এমনকী অনেকে ক্রেতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও করেছে।
অ্যাপল বলছে, তাদের আসন্ন নতুন আইওএস ব্যবহারকারীরা আইফোনের ব্যাটারির চার্জ কতটুকু আছে তা আরও পরিষ্কারভাবে জানতে পারবে। সিএনএন