শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোর্বসের সেরা ল্যাটিন সেলিব্রিটি তালিকায় শীর্ষে মেসি

মো. মোস্তাফিজুর রহমান: ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি উপার্জনকারী সেলিব্রিটির তালিকায় প্রথম স্থানে আছেন লিওনেল মেসি। এমন তথ্যই প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন । সব মিলিয়ে বিশ্বের ১০০ জন শীর্ষ উপার্জনকারীর তালিকায় ১৪তম স্থানে মেসি। ৯৩ মিলিয়ন ডলার নিয়ে পাঁচ নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচজনের সঙ্গে যৌথভাবে ৭১ পজিশনে নেইমার।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন বলছে, গত জুন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলার পকেটে পুরেছেন মেসি। যার সুবাদে খেলাধুলা এবং বিনোদন ক্যাটাগরিতে ল্যাটিনের সবচেয়ে বেশি দামি কিং লিও। এছাড়া ফুটবল ক্যাটাগরিতে বিশ্বের নাম্বারওয়ান তারকা পাঁচবারের এই বর্ষসেরা।

ট্যাক্স ও ম্যানেজমেন্ট খরচ বাদ রেখে ১২ মাসে টপ টেন ল্যাটিন সেলিব্রিটিদের আয় ধরা হয়েছে ৪০৪.৩ মিলিয়ন ডলার। স্থানীয় ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাতিন আমেরিকান বংশোদ্ভূত বিনোদনকারীদের বিবেচনায় রেখে তালিকা তৈরি করা হয়েছে। সর্বোপরি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সর্বোচ্চ উপার্জনকারীর নামগুলো উঠে এসেছে ফোর্বসের বিশ্লেষণে।

মেসির পরে আছেন কমেডিয়ান লুইস সিকে। গেল জুন পর্যন্ত তার আয়ের পরিমাণ ছিল ৫২ মিলিয়ন। তিন নম্বর আসনটা আছে কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভেরগারা’র দখলে। তার আয় ৪১.৫ মিলিয়ন। বিশেষ করে তিনি বিশ্বের নামি-দামি কয়েকটি কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর।

আমেরিকান গায়ক ব্রুনো মার্সের অবস্থান চতুর্থ। তার আয় ৩৯ মিলিয়ন ডলার। পাঁচে আছেন জেনিফার লোপেজ। গত জুন অবধি তিনি আয় করেছেন ৩৮ মিলিয়ন ডলার। ছয়ে আছেন পিএসজির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। তার আয়ের পরিমাণ ৩৭ মিলিয়ন ডলার। মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়