মো. মোস্তাফিজুর রহমান: ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি উপার্জনকারী সেলিব্রিটির তালিকায় প্রথম স্থানে আছেন লিওনেল মেসি। এমন তথ্যই প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন । সব মিলিয়ে বিশ্বের ১০০ জন শীর্ষ উপার্জনকারীর তালিকায় ১৪তম স্থানে মেসি। ৯৩ মিলিয়ন ডলার নিয়ে পাঁচ নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচজনের সঙ্গে যৌথভাবে ৭১ পজিশনে নেইমার।
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন বলছে, গত জুন পর্যন্ত ৮০ মিলিয়ন ডলার পকেটে পুরেছেন মেসি। যার সুবাদে খেলাধুলা এবং বিনোদন ক্যাটাগরিতে ল্যাটিনের সবচেয়ে বেশি দামি কিং লিও। এছাড়া ফুটবল ক্যাটাগরিতে বিশ্বের নাম্বারওয়ান তারকা পাঁচবারের এই বর্ষসেরা।
ট্যাক্স ও ম্যানেজমেন্ট খরচ বাদ রেখে ১২ মাসে টপ টেন ল্যাটিন সেলিব্রিটিদের আয় ধরা হয়েছে ৪০৪.৩ মিলিয়ন ডলার। স্থানীয় ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাতিন আমেরিকান বংশোদ্ভূত বিনোদনকারীদের বিবেচনায় রেখে তালিকা তৈরি করা হয়েছে। সর্বোপরি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সর্বোচ্চ উপার্জনকারীর নামগুলো উঠে এসেছে ফোর্বসের বিশ্লেষণে।
মেসির পরে আছেন কমেডিয়ান লুইস সিকে। গেল জুন পর্যন্ত তার আয়ের পরিমাণ ছিল ৫২ মিলিয়ন। তিন নম্বর আসনটা আছে কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভেরগারা’র দখলে। তার আয় ৪১.৫ মিলিয়ন। বিশেষ করে তিনি বিশ্বের নামি-দামি কয়েকটি কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর।
আমেরিকান গায়ক ব্রুনো মার্সের অবস্থান চতুর্থ। তার আয় ৩৯ মিলিয়ন ডলার। পাঁচে আছেন জেনিফার লোপেজ। গত জুন অবধি তিনি আয় করেছেন ৩৮ মিলিয়ন ডলার। ছয়ে আছেন পিএসজির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। তার আয়ের পরিমাণ ৩৭ মিলিয়ন ডলার। মার্কা