শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোকামিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৭ ট্রিলিয়ন ডলার গচ্চা : ট্রাম্প

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে তার দেশ বোকার মত ৭ ট্রিলিয়ন ডলার খরচ করেছে এবং এখন থেকে এধরনের খরচ না করে তা যুক্তরাষ্ট্রকে গড়ে তোলার কাজে ব্যয় হবে। এক টুইট বার্তায় ট্রাম্প এ ধরনের মন্তব্য করেন। তিনি বৈদেশিক ব্যয়ের প্রতি গুরুত্বের সাথে নজর দেওয়ার তাগিদ দেন। ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার বিপক্ষে মিসরের একটি প্রস্তাব জাতিসংঘে বিপুল ভোটে পাশ হয়। এরই প্রেক্ষিতে ও এর একদিন পর টুইটারে ট্রাম্প বৈদেশিক সাহায্য নিয়ে একথা বলেন।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে ১০টি দেশ সর্বোচ্চ সহায়তা পায় সেগুলো হচ্ছে, ইসরায়েল, আফগানিস্তান, মিসর, জর্ডান, কেনিয়া, তাঞ্জানিয়া, পাকিস্তান, নাইজেরিয়া , ইথোপিয়া ও দক্ষিণ আফ্রিকা। জেরুজালেম প্রশ্নে এ ১০টি দেশের মধ্যে একমাত্র ইসরায়েল সঙ্গত কারণেই ট্রাম্পের জেরুজালেম ঘোষণার পক্ষে ছিল এবং কেনিয়া ভোট দানে বিরত থাকে। বাকি ৮টি দেশই ট্রাম্পের ঘোষণার বিপক্ষে ভোট দিয়েছে।

এজন্যেই ট্রাম্প গত বুধবার বলেছিলেন, এসব দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিক। ভবিষ্যতে আমরা বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে অনেক সাশ্রয় নিয়ে আসতে পারব। বৈদেশিক সাহায্য কাটছাট করে তা যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও অবকাঠামো খাতে খরচের কথাও বলেছেন ট্রাম্প।

এর আগেও জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি হঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, জেরুজালেম প্রশ্নে যে সব দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দেবে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নজরে রাখছেন। এরপর ট্রাম্প আক্ষেপ করে বলেন, এসব দেশ শত শত মিলিয়ন ও বিলিয়ন বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিয়ে আমাদের বিরুদ্ধেই ভোট দিচ্ছে। টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়