শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৭, ০৪:০৭ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোক এক্ট নিয়ে আসছে উপলব্ধি ২

মাহফুজ উদ্দিন খান : ২০১৬ সালের নভেম্বরে ফোক এক্ট মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত শর্ট ফিকশন ‘’উপলব্ধি (The Realization)’’।সেসময় দর্শকপ্রিয়তা পেয়েছিল কাজটি ।

চিত্রনাট্য এবং পরিচালনায় ছিলেন তরুন ফজলে রাব্বী । অভিনয়ে ছিলেন আশিক খান চৌধুরী, তামান্না তন্নি লাবণ্য এবং ফজলে রাব্বী । তাহসান খান এর জনপ্রিয় ‘’আলো’’ গানটি ছিল শর্ট ফিকশনটিতে ।

ঠিক এক বছর পর ফোক এক্ট মাল্টিমিডিয়া আবার ও নির্মাণ করেছে উপলব্ধির সিকুয়াল উপলব্ধি ২ (When The Realization Starts) ।

এবারের পরিচালক এবং গল্প দুটোই বদলে গেছে কিন্তু বদলায়নি গল্পের প্রেক্ষাপট । এছাড়া এই এবারের কাজটিও সত্য কাহিনীর উপর নির্মিত ।

মিডিয়া অঙ্গনে সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করলেও এবার ই প্রথম পরিচালনায় এসেছেন সামিন ইয়াসার অথই । উপলব্ধি ২ তে চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন তিনি । এছাড়া উপলব্ধি ২ এর সঙ্গীত আয়োজনও তার করা।

আশিক খান চৌধুরী ছাড়া ফিকশনটিতে কাজ করেছেন একাধিক নতুন মুখ । চিত্রগ্রহণ করেছেন জামিল এইচ চিন্ময় । উপলব্ধি ২ তে বরাবরের মতো অভিনয়ে থাকছেন প্রতিশ্রুতিশীল আশিক খান চৌধুরী।

এছাড়াও জান্নাত ইসলাম মুন, নশিন শাকা এবং শিশু শিল্পী তাসমিয়া ইসলাম হ্যাপি । সহ পরিচালনায় ছিলেন মিজানুর রহমান, আরিফুল রাহাত, তাঞ্জিল খান এবং দেলোয়ার হোসেন ।

শর্ট ফিকশনটি প্রযোজনা করেছে একেসি এন্ড ড্রিমস।ফিকশনটির কস্টিউম ডিসাইন করেছে FLOWERRY।ইতোমধ্যে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফানবাজের মাধ্যমে নিজের পরিচিতি খুব ভাল ভাবেই জানান দিয়েছেন আশিক খান চৌধুরী।তিনি গত একটি বছর টানা কাজ করে তিনি নিজেকে প্রমান করেছেন । তাই তিনি আশাবাদি কমেডি ধাঁচের কাজের পাশাপাশি দর্শক তাকে সিরিয়াস কাজগুলোতেও গ্রহণ করবে।

এপ্রসঙ্গে ফোক এক্ট মাল্টিমিডিয়ার কর্ণধার আশিক খান চৌধুরী বলেন, উপলব্ধি আমার ভাল লাগার যতগুলো কাজ আছে তার মধ্যে অন্যতম যেমনভাবে দর্শকরা উপলব্ধির প্রথমটি গ্রহণ করেছিলেন ঠিক তেমনি দ্বিতীয়টিও গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। কারন আগের গল্প থেকে এই গল্পের প্রেক্ষাপট অনেক সুন্দর গোছানো প্রত্যেক শিল্পী অনেক সুন্দর কাজ করেছেন।

পরিচালক সামিন ইয়াসার অথই বলেন, শর্ট ফিকশনটি পরিচালনার দায়িত্ব যখন ফোক এক্ট মাল্টিমিডিয়া আমাকে দেয় তখন থেকেই ভাবছিলাম প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বটি আরও বেশি আকর্ষণীয় ভাবে তুলে ধরব,জানি না কতটুকু পেরেছি কিন্তু চেষ্টা করেছি দর্শকদের ভাল একটি কাজ উপহার দিতে । ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ফোক এক্ট মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে উপলব্ধি ২ (When The Realization Starts) ।

ইতোমধ্যে শর্ট ফিকশনটির গান ‘’প্রিয়া ওরে প্রিয়া’’ রিলিজ পেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। কিছুদিনের ভেতর ট্রেইলার রিলিজ দেয়া হবে বলে জানানো হয় ফোক এক্ট মাল্টিমিডিয়া থেকে। এখন দেখা যাক উপলব্ধি ২ দর্শকদের মনে কিভাবে জায়গা করে নিতে পারে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়