শিরোনাম
◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ১০:৪০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ১০:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট মুক্কা চত্বর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ শফিকুল (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সুজন (২৫) নামে আরেক শ্রমিক।

বুধবার (৭ জুন) সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় সহকর্মীরা তাদেরকে দুপুর সোয়া ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। এ কথা জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

তিনি বলেন, মরহেদটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে অবিহিত করা হয়েছে।

সহকর্মী সাগর মিয়া জানান, সাদ্দাম মার্কেটের পাশের মুক্কা চত্বর এলাকায় একটি পাঁচ তলা নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় সাটারিং খোলার সময়ে একটি রড ভবনের পাশে বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদুৎস্পৃষ্ট হয়ে তারা দুজন আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসি।

মৃতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের চাকলায়। তিনি নির্মাণাধীন ভবনেই থাকতেন। সম্পাদনা: নাহিদ হাসান

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়