শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ১২:২২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

যাত্রাবাড়ি থানা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাতে ঘটনাটি দুটি ঘটে। শুক্রবার ভোরে দু’জনেই মারা যান। 

নিহতরা হলেন-মো. মিরাজ মিয়া (২৫) ও মো. সেলিম (২৩)। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. তুহিন মিয়া জানিয়েছেন, শুক্রবার ভোর পোনে ৫টার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় দিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় সংবাদ দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ছেলেটি একটি পোষাক কারখানায় কাজ করতো। তার বাবার নাম মো. লোকমান মিয়া। গ্রামের বাড়ি চাদপুর জেলায়। তিনি বলেন, নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

অপরদিকে, একই থানা এলাকার সময় পরিবহনের বাস চালক গাড়ি বন্ধ করে, রিকশা দিয়ে হেলপার সাদ্দাম কে নিয়ে চালক সেলিম (২৩) সনিরআখড়া যাচ্ছিলেন। পথিমধ্যে মাতুয়াইল হাসেম রোড এলাকায় পেছন দিক থেকে রাত আনুমানিক দুই টার দিকে ঠিকানা পরিবহনের একটি বাস তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে তারা দুই যাত্রীসহ রিকশা চালক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত হয় সেলিম। পরে তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে দিকে সেলিম কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলপার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সময় পরিবহন বাসের দায়িত্বে থাকা মো. সজিব ইসলাম আহতের বরাদ দিয়ে জানিয়েছেন এসব তথ্য।

তিনি আরও বলেন, সেলিমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবা তাকে ছোট রেখে মারা গেছেন। তার মা আরেক যায়গায় বিয়ে করে চলে গেছেন। সে ছোট থেকে পরিবহন এর সঙ্গে কাজ করতো। সনির আখড়া এলাকায় আমাদের কাছে থাকতো। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয় টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়