মোস্তাফিজুর রহমান: রাজধানীর বকশিবাজার এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। বৃহস্পতিবার (১১মে) দুপুর পৌনে টার দিকে নবকুমার স্কুলের পিছনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।
রাজমিস্ত্রির সহকারী নিহত মো. তাহেরখাঁ (৩৫) নির্মাণাধীন ১০ তলা ভবনের ৯তলার লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের সহকর্মী হাবিব কাজী জানান, তাহের রাজমিস্ত্রি সহকারী ছিলেন, নির্মাণাধীন ভবনের নয়তলায় ময়লা পরিষ্কারের কাজ করছিলেন। সে সময়ে অসাবধানতাবশত লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃত দেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত তাহের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কলতা গ্রামের রাজ্জাক খাঁ ছেলে। বর্তমান নয়াবাজার আলু বাজার এলাকায় একটি ম্যাচে থাকত।
এমআর/এইচএ