শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু, আহত ৩

দুর্ঘটনা কবলিত ইজিবাইক

সাবরীন জেরীন, মাদারীপুর: মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে গিয়ে ইয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় ইজিবাইকে থাকা আরো ৩ যাত্রী আহত হয়েছেন। নিহত সদর উপজেলার ঝিকড়হাটি ইউনিয়নের ইলিয়াস খানের ছেলে।

শনিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে তিনজন যাত্রী নিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাতিবাড়ি এলাকায় যাচ্ছিলেন ইজিবাইক চালক ইয়ার হোসেন। এসময় তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের বড় মেহের এলাকায় আসলে পেছন দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাস তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে গিয়ে ইয়ার হোসেন ও তিন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। 

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এরমধ্যে ইয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালের নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা রসুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসের ধাক্কায় ইজিবাইকটি পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু খবর পেয়েছি। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়